shono
Advertisement

Breaking News

‘বসিরহাটে সব ঠিক আছে’, বিয়ের পর দেশে ফিরে মন্তব্য নুসরতের

৪ঠা জুলাই কলকাতায় নুসরত-নিখিলের রেজিস্ট্রি৷ The post ‘বসিরহাটে সব ঠিক আছে’, বিয়ের পর দেশে ফিরে মন্তব্য নুসরতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Jun 23, 2019Updated: 03:29 PM Jun 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট মিটে গিয়েছে৷ কিন্তু রাজনৈতিক সংঘর্ষে ইতি পড়েনি৷ রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চলছে গুলি-বোমা৷ সেই তালিকায় নাম জুড়েছে বসিরহাটেরও৷ কয়েক সপ্তাহ আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ন্যাজাট৷ প্রাণহানি হয়েছে তিনজনের৷

Advertisement

[ আরও পড়ুন: এবার টলিউডেও পা রাখল বিজেপি, পথচলা শুরু বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের]

ওই ঘটনার ঘিরে স্বভাবতই প্রশ্ন উঠেছিল বসিরহাট থেকে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরত জাহান কোথায়? তখন অবশ্য তৃণমূল সাংসদ বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন৷ তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং সেরে রবিবারই এ শহরে পা রাখলেন নববধূ৷ সেখানেই বসিরহাটের ন্যাজাটে সংঘর্ষের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী-সাংসদ৷

গোলাপি রংয়ের শাড়ি, হাত ভরতি মেহেন্দি, চূড়া, মাথাভরতি সিঁদুর – এক্কেবারে নববধূর বেশে দমদম বিমানবন্দরে দেখা দেন নুসরত৷ সঙ্গে স্বামী নিখিল জৈন৷ বিমানবন্দরে নবদম্পতিকে স্বাগত জানান তাঁদের আত্মীয়রা৷ সেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের আবদারে একপ্রস্থ মালাবদলও সারেন নুসরত-নিখিল৷

[ আরও পড়ুন: আস্তাকুঁড়ের মাঝে পড়ে শিশু, ভাইরাল ভিডিও দেখে দত্তক নিচ্ছেন বলিউড পরিচালক]

[ আরও পড়ুন: কথায়, সুরে ‘কাটমানি’ প্রতিবাদ তৃণমূল ঘনিষ্ঠ নচিকেতার]

তারকা দম্পতি বিমানবন্দরে আসবেন আর ভিড় জমবে না তা তো হতেই পারে না৷ অনুরাগীদের পাশাপাশি ভিড় জমিয়েছিলেন সাংবাদিকরাও৷ সেখানে বসিরহাটের ন্যাজাট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে৷ তিনি বলেন, ‘‘সব কিছু নিয়ন্ত্রণে। দলের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি৷ সব কিছু নিয়ন্ত্রণ করেছি।’’

উল্লেখ্য, অশান্তির সময়ে বিয়ের জন্য তুরস্কের বোদরুমে চলে গিয়েছিলেন নুসরত৷ ১৯ জুন বুধবার রীতি মেনে বিয়ে সেরেছেন নুসরত ও নিখিল জৈন। এখন থেকে তিনি নিখিল ঘরনি। তবে আইনি মতে বিয়েটা অবশ্য হবে এদেশেই৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ে আমন্ত্রিতদের অনেকের পক্ষেই নুসরত-নিখিলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তাই ৪ জুলাই কলকাতাতেই রাখা হয়েছে রিসেপশন পার্টি। বোঝাই যাচ্ছে, রাজনীতির মাঠে নামলেও আপাতত ব্যক্তিগত জীবনেই বেশি মনোযোগী বসিরহাটের তারকা সাংসদ৷ 

The post ‘বসিরহাটে সব ঠিক আছে’, বিয়ের পর দেশে ফিরে মন্তব্য নুসরতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement