shono
Advertisement

ODI World Cup 2023: ‘পাকিস্তান কি আদৌ সেমিফাইনালে যাওয়ার যোগ্য?’, প্রশ্ন তুলে দিলেন শোয়েব

পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ শোয়েব।
Posted: 09:46 AM Oct 21, 2023Updated: 10:05 AM Oct 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের (Pakistan)। ভারতের কাছে হারের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হারতে হয়েছে বাবর আজমদের। পাকিস্তানের হারে হতাশ ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার (Shoaib Akhtar)।

Advertisement

১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা কি সেমিফাইনাল খেলার আদৌ যোগ্য? সেই প্রশ্ন তুলে দিয়েছেন শোয়েব। পাকিস্তানের ব্যাটিং,বোলিং ও ফিল্ডিংয়ের তীব্র সমালোচনা করেছেন শোয়েব। 

[আরও পড়ুন: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানের পর জাম্পা-স্টোইনিসের দুরন্ত বোলিং, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া]

 

ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ”পাকিস্তানের পারফরম্যান্স অত্যন্ত  হতাশাজনক। টস জিতে আগে কেন বোলিং করল পাকিস্তান? আগে ব্যাট করলে ৩২০–৩৩০ রান তুলে বোলারদের একটা সুযোগ দেওয়া যেত। সেরকম হলে বিপক্ষকে আউট করা যেত।”
বিশ্বকাপের শেষ চারে পাকিস্তানের সম্ভাবনা কম বলে মনে করেন শোয়েব। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলছেন, ”পাকিস্তানের সুযোগ কম বলেই মনে হচ্ছে। খেলা এখনও বাকি ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে। পাকিস্তান কি সত্যিই সেমিফাইনালে খেলার যোগ্য? পাকিস্তান কি সত্যিই শেষ চারে থাকার মতো? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারাই উত্তর দিন।”

[আরও পড়ুন: বিরাট-রোহিতদের ফিট রাখতে কোন বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement