shono
Advertisement

ODI World Cup 2023: ‘দুর্নীতিগ্রস্ত শাকিবের কাছ থেকে এটাই প্রত্যাশিত’, কেন একথা বললেন প্রসাদ? 

দেখে নিন প্রসাদের পোস্ট।
Posted: 12:04 PM Nov 07, 2023Updated: 12:12 PM Nov 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র সমালোচনার শিকার বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Angelo Mathews) ‘টাইমড আউট’ করার পর থেকেই ক্রিকেটবিশ্বে জোর আলোচনা। প্রসাদ তীব্র সমালোচনা করেছেন শাকিবকে। ম্যাচ গড়াপেটা প্রসঙ্গ টেনে এনেছেন।
আম্পায়ারকে ভয় দেখানোর বিষয়টা লিখতেও দ্বিধা করেননি ভারতের প্রাক্তন বোলার। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ”ক্রিকেটীয় প্রতিভার দিক থেকে বিচার করলে শাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এবিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত হওয়া, আম্পায়ারদের ভয় দেখানো এবং খেলার থেকেও নিজেকে বড় মনে করার প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, গতকাল ও যা করেছে তার জন্য এতটুকুও আমি বিস্মিত নই।”

Advertisement

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘এড়িয়ে যেতেই পারত শাকিব’, ‘টাইমড আউট’ বিতর্কে বাংলাদেশ অধিনায়ককে কটাক্ষ শোয়েবের]

ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী, ”উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসৃত হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। সেই আউট টাইমড আউট নামে পরিচিত।”
মাঠের লড়াই মাঠেই শেষ হয়ে গেলে ভালো হত। কিন্তু তাঁর জের গড়ায় বহু দূর। খেলার শেষে দুদলের কেউই পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি। সাংবাদিক বৈঠকে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ শাকিব ও বাংলাদেশের তীব্র সমালোচনা করেন। ‘টাইমড আউট’ কাণ্ড নিয়ে বিশ্বক্রিকেটে তীব্র আলোড়ন।

 

[আরও পড়ুন: অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’-এর জের, ম্যাচের শেষে শাকিবদের সঙ্গে হাত মেলালেন না কুশল মেন্ডিসরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement