সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি মাঠে ফেলে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দেশের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মনে করেন, জন্মদিনেই ৫০-তম সেঞ্চুরিটি পাবেন কোহলি। ৫ নভেম্বর কোহলির জন্মদিন। সেদিনই ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ।
গাভাসকরের ভবিষ্যদ্বাণী কলকাতার দর্শকদের সামনেই কোহলি ৫০-তম সেঞ্চুরিটি হাঁকাবেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ”ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ৫০-তম সেঞ্চুরিটি করবে। জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? কলকাতায় সেঞ্চুরি করলে দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান। করতালি এবং হুইসলে আকাশ বাতাস মুখরিত হয়। প্রতিটি ব্যাটারই এমন একটি মুহূর্তের অপেক্ষায় থাকে।”
[আরও পড়ুন: বাবর আজমের পাশে দাঁড়িয়ে আক্রম, ওয়াকারের মতো প্রাক্তনকে একহাত নিল পিসিবি]
মেগা টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোহলি দারুণ ছন্দে রয়েছেন। পাঁচটি ম্যাচে ৩৫৪ রান করে ফেলেছেন। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন। তবে গাভাসকর বলেছেন, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০-তম সেঞ্চুরিটি করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ভারতের দুটো ম্যাচ রয়েছে। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ২ নভেম্বর মুম্বইয়ে ভারতের ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। এই দুটি ম্যাচে কোহলি কী করেন সেদিকেই নজর থাকবে সবার।