shono
Advertisement
Bengaluru

জুতো কিনতে কিনতেও অনলাইন মিটিং তরুণীর! 'টাইম ইস মানি'র চরম রূপ দেখল বেঙ্গালুরু

ওয়ার্ক ফ্রম হোমের কদর্য চেহারা, বলছে নেটপাড়া একাংশ।
Published By: Kishore GhoshPosted: 06:59 PM May 22, 2024Updated: 07:01 PM May 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'টাইম ইস মানি'। প্রতি মুহূর্তে এই সত্য প্রমাণ করে এই যুগটা। আরও বেশি উপার্জনের আকাঙ্ক্ষায় কর্মব্যস্ততার সীমা নেই। ঘুম-নাওয়া-খাওয়া পর্যন্ত শিকেয় উঠেছে। দোসর হয়েছে মোবাইল ফোন তথা ইন্টারনেট। ঘরে থাকলেও অফিস থেকে রেহাই কর্মীকুলের। অনেকরই বক্তব্য, বিজ্ঞানের মতোই 'ওয়ার্ক ফ্রম হোম' নিয়ে নিবন্ধ রচনাতেও প্রশ্ন তোলা যেতে পারে-আশীর্বাদ না অভিশাপ। এই দ্বন্দ্বের চরম রূপ দেখা গেল দেশের দক্ষিণ প্রান্তের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরুতে (Bengaluru)। সেখান জুতোর দোকানে পছন্দের পাদুকাজোড়া কিনতে কিনতেই অফিস মিটিং সারতে দেখা গেল জনৈক ল্যাপটপধারী ললনাকে! সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

কার্তিক ভাস্কর নামের এক ব্যক্তি নিজের এক্স অ্যাকাউন্টে চমকে দেওয়া ছবি পোস্ট করেন। ক্যাপশানে তিনি লিখেছেন, "আজ একজনকে দেখলাম জুতো কিনতে কিনতে ল্যাপটপে টিম মিটিং করছেন।" ছবিটিতে দেখা গিয়েছে, এক তরুণী ডান হাতে একটি ল্য়াপটপ ধরে আছেন। সেই অবস্থায় জুতোর দোকানের একটি ব়্যাকের সামনে। সেই ব়্যাকে নানা ডিজাইনের জুতো রয়েছে। জুতোর দিকেই তাকিয়ে আছেন তরুণী। এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়।

 

[আরও পড়ুন: ‘আমর জন্ম বায়োলজিক্যাল নয়’, নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি! পালটা কংগ্রেসের]

একদল যখন ঘটনাটিকে হালকা চালে দেখছেন, মজাও করছেন। অন্য দলের বক্তব্য, এটা আদতে দুঃখজনক পরিস্থিতি। তাদের মতে, মাত্রাছাড়া কর্মব্যস্ততাই দুঃখজনক জীবন যাপনের দিকে ঠেলে দিচ্ছে আমাদের। কেউ কেউ অবশ্য বলছেন, অফিসের মিটিং আর জুতো কেনা দুই কাজ একটি মোবাইল ফোনেই সারা জেতো। এক নেটিজেনের বক্তব্য, এই ঘটনা ওয়ার্ক ফ্রম হোমের চরম পরিণতি। এই পরিস্থিতি যাতে করে না হয় তার জন্যই বেশ কিছু সংস্থা ওয়ার্ক ফ্রম তুলে দিতে চায়। মোদ্দা কথা, এটাই হয়তো একবিংশ শতাব্দী চরিত্র। যাকে এক কথায় বলা যায়- 'টাইম ইস মানি'। যে যাপনে সুখ থাকলেও শান্তি বহুদিন হল ঘরছাড়া।

 

[আরও পড়ুন: পাঞ্জাবে মোদির সভায় কৃষক বিক্ষোভের ছায়া! আশঙ্কায় সন্ত্রস্ত বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদল যখন ঘটনাটিকে হালকা চালে দেখছেন, মজাও করছেন।
  • ছবিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়।
Advertisement