shono
Advertisement
Pune

গাড়ির ধাক্কায় মৃত্যু ২ বাইক আরোহীর, দুর্ঘটনা নিয়ে রচনা লেখার শর্তে জামিন নাবালক চালককে

কমপক্ষে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবে কিশোর, শর্ত জুভেনাইল আদালতের।
Published By: Kishore GhoshPosted: 01:39 PM May 20, 2024Updated: 12:57 PM May 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে পুণে (Pune) শহরে এক নাবালক চালকের বিলাসবহুল বিদেশি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। ওই ঘটনায় অভিযুক্ত নাবালককে দুর্ঘটনা নিয়ে রচনা লেখার শর্তে জামিন দিল জুভেনাইল আদালত। এছাড়াও কমপক্ষে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতে হবে তাঁকে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কোরেগাও পার্কে। ১৭ বছরের কিশোরের গাড়িটি বেপরোয়া গতিতে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি মোটরবাইকে। এর জেরে মৃত্যু হয়েছে রাজস্থানের বাসিন্দা দুই বাইক আরোহী আনিস অবধিয়া এবং অশ্বিনী কোষ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশ্বিনীর। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আনিসের।

 

[আরও পড়ুন: আটবার পদ্মে ভোট! অখিলেশ ‘ছাপ্পা’র ভিডিও প্রকাশ্য়ে আনতেই গ্রেপ্তার যুবক]

দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, উত্তেজিত জনতা চড়-থাপ্পড় মারছে কিশোরকে। এই ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় পুণের প্রভাবশালী বিল্ডারের নাবালক ছেলেকে। যদিও আদালত একাধিক অভিনব শর্তে জামিন দিল কিশোরকে। মোট চার শর্ত জানান বিচারক।

১) কমপক্ষে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবে কিশোর।
২) মনস্তাত্ত্বিক মূল্যায়নের পাঠ নিতে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবে।
৩) ভবিষ্যতে দুর্ঘটনাগ্রস্তের পাশে দাঁড়াবে।
৪) এছাড়াও বর্তমান দুর্ঘটনাটি নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে হবে কিশোর।

 

[আরও পড়ুন: ‘মোদির আত্মবিশ্বাসে চিড় ধরেছে’, মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসনে জয়ের বার্তা পওয়ারের]

দুর্ঘটনার ১৪ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে বিচারক মন্তব্য করেন, জামিন খারিজ হওয়ার মতো যথেষ্ট "গুরুতর" অরপাধ করেনি কিশোর। যদিও নাবালকে গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে দুজন মানুষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কোরেগাও পার্কে।
  • দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement