অরূপ বসাক, মালবাজার: কুয়োর জলে ভাসছে তেল! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালব্লকের ওদলাবাড়ি এলাকায়। পানীয় জলের সমস্যায় জেরবার এলাকার বাসিন্দারা।
অসমের ডিগবয় থেকে বারাউনি পর্যন্ত মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার পথে ওদলাবাড়ির বিধানপল্লিতে একটি রিপিটার স্টেশন রয়েছে। স্টেশনটি অয়েল ইন্ডিয়া লিমিটেডের। জানা গিয়েছে, ওই রিপিটার স্টেশনের আশপাশের কয়েকটি বাড়িতেই দেখা গিয়েছে সমস্যা। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথায়, "সম্ভবত মাটির নিচের পাইপলাইনে কোথাও লিক হয়েছে।" তেল বেরিয়ে তা মিশে যাচ্ছে কুয়োর জলে। ফলে প্রবল সমস্যায় সকলে। অনেকে বাধ্য হয়ে নতুন করে বোরিং করে জল তুলছেন।
[আরও পড়ুন: ‘বাবা, বেবি ও…’, ভোট মিটতেই সন্তানদের নিয়ে ফুকেত ভ্রমণে রাজ-শুভশ্রী]
এলাকার বাসিন্দা এক মহিলা বলেন, জলে যেভাবে তেল মিশছে তাতে যখন তখন বড় ঘটনা ঘটতে পারে। কুয়োর জল খাওয়া তো যাচ্ছেই না, জামাকাপড়ও ধোয়া যাচ্ছে না। যারা এই জল খাচ্ছে তাদের পেটের অসুখ বা চুলকানির মত উপসর্গ দেখা যাচ্ছে। জানা গিয়েছে, এর আগে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তাঁরা কর্ণপাত করেনি। যার ফলে চরম সমস্যায় বিধানপল্লির মানুষ। এবিষয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, "আমাকে কেউ কিছু জানায়নি। অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।"
এপ্রসঙ্গে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গুয়াহাটি অফিসের অপারেশনস ম্যানেজার লক্ষ্যজিৎ সইকিয়া বলেন, যে প্রেসার পদ্ধতির মাধ্যমে পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ করা হয়, তাতে মাটির নিচের পাইপলাইনে কোথাও লিক হলেই আমাদের গুয়াহাটির কেন্দ্রীয় অফিসে তা ধরা পড়ে যায়। ওদলাবাড়ি বিধানপল্লিতে তেল লিক হওয়ার সমস্যা এখনও স্বয়ংক্রিয় পদ্ধতিতে নজরে আসেনি।" তিনি আরও বলেন, "মাটির নিচে অন্য আরেকটি তেল কোম্পানিরও (ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড)পাইপলাইন গিয়েছে। হতে পারে সেখানেই সমস্যা দেখা দিয়েছে। তবুও আমরা জল পরীক্ষার পর কী ধরনের তেল বেরিয়ে আসছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।"