shono
Advertisement

বোরখাতেই নিরাপদ মহিলারা, মন্তব্য বাবা ওমের

কোন প্রসঙ্গে এই বিতর্কিত মন্তব্য?
Posted: 02:32 AM Jan 09, 2017Updated: 09:29 PM Jan 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুর দিকে মৌমাছিরা যেভাবে ছুটে যায়, মহিলারা উপযুক্ত পোশাক না পরলে পুরুষরাও সেভাবেই আকৃষ্ট হন। মহিলাদের নিয়ে এমনই আপত্তিজনক মন্তব্য করলেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী ওমজি। স্বঘোষিত এই ধর্মগুরুর বক্তব্য, ভারতীয় মহিলাদের পোশাক নির্বাচনে খামতির জন্যই তাঁদের নিগ্রহের শিকার হতে হয়।

Advertisement

(‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’)

একটি টেলিভিশন শোয়ে এই মন্তব্য করতে দেখা গিয়েছে ওমজিকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ওমজি বলেছেন, “মহিলারা হলেন কামনার প্রতীক। শর্ট স্কার্ট যত বিপত্তি ডেকে আনে। বোরখা পরলে মহিলারা সবচেয়ে সুরক্ষিত থাকবেন।” তাঁর যুক্তি, পুরো শরীর ঢাকা না থাকলে যৌনপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন মহিলারা। বেঙ্গালুরুতে মহিলাদের গণনিগ্রহ নিয়ে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই কথা বলেন ওমজি। এই প্রথম নয় অবশ্য, এর আগেও বিগ বস ১০-এ গিয়ে মহিলাদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করতে শোনা গিয়েছে ওমজি মহারাজকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement