সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা সফরের আগে ‘মন কি বাত’-এ অশান্ত মণিপুর নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে গর্জে উঠেছিলেন কংগ্রেস আ্মলের ‘জরুরি অবস্থা’র (Emergency) বিরুদ্ধে। দেশে জরুরি অবস্থা জারির ৪৮তম বার্ষিকীতে ফের টুইট করে সরব হলেন মোদি এবং তাঁর পার্ষদরা। আক্রমণ শানালেন কংগ্রেসকে (Congress), যাঁরা “জরুরি অবস্থার অন্ধকার দিন” প্রতিরোধ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।
১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকার। যার বিরুদ্ধে এদিন মোদির টুইট, সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল জরুরি অবস্থা। অবিস্মরণীয় কালো স্মৃতি। মোদি লেখেন, “জরুরি অবস্থার অন্ধকার দিন যাঁরা প্রতিরোধ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অবিস্মরণীয় এক কালো অধ্যায়। সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।”
[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা নির্বাচন, দলের বুথ কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বোঝাবেন প্রধানমন্ত্রী]
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) টুইট করেছেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে একটি পরিবার ক্ষমতা হারানোর ভয়ে দেশে জরুরি অবস্থা জারি করেছিল। টুইট করা হয়েছে বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও। সেখানে কালো ব্যাকগ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর ছবি করা হয়েছে। সঙ্গে ক্যাপশান- “১৯৭৫-এর জরুরি অবস্থা। গণতন্ত্রের মন্দির পদদলিত করার ভয়ঙ্কর কাহিনি!”
রবিবার কংগ্রেসকে কটাক্ষ করে জরুরি অবস্থা নিয়ে টুইট করেছেন রাজনাথ সিং, স্মৃতী ইরানি, হরদীপ সিং পুরি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ, যে মোদি জরুরি অবস্থার নিন্দা করছেন, তাঁর বিরুদ্ধে অলিখিত জরুরি অবস্থা জারির অভিযোগ গোটা ভারতের আমজনতার।