জ্যোতি চক্রবর্তী, বনগাঁ : নিষেধাজ্ঞা উঠলেও কলকাতার সিনেমা হলে এখনও শো পায়নি বিতর্কে থাকা পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি। কলকাতায় এখনও শো না পেলেও, বনগাঁ শহরের ‘শ্রীমা’ সিনেমা হলে চলছে এই ছবি। তবে শুধু ছবি চলছেই! বনগাঁর মানুষদের মধ্য়ে কিন্তু এই ছবি নিয়ে তেমন কোনও উত্তেজনা নেই। প্রায় প্রত্যেক শোয়েই সিনেমা হলের ভিতর বেশ ফাঁকা! তাহলে কি বিতর্কও বনগাঁর মানুষকে টানতে পারল না প্রেক্ষাগৃহে?
শ্রীমা সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে এসেছিলেন সিনেপ্রেমী সোমা রায়। তাঁর কথায়,” সিনেমাটি সব মেয়েদের দেখা উচিত। আমার ভালো লেগেছে। কেন সিনেমাটি এ রাজ্যে ব্যান্ড করা হয়েছিল বুঝতে পারলাম না। ” তাহলে কেন মানুষ হলমুখি হচ্ছেন না? শ্রীমা হলের কর্মী স্বপন দাস বলেন,” সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যেমন সাড়া পাব আশা করেছিলাম তেমন পাচ্ছি না। সিনেমাটি প্রথম থেকে আমাদের বুকিং ছিল। কিন্তু রাজ্য সরকার ছবিটা নিষিদ্ধ করায় আমরা প্রথমে সিনেমাটি চালায়নি। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর সিনেমাটি চলছে। কিন্তু ভিড় হচ্ছে না। “
[আরও পড়ুন: ২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়]
স্থানীয় বাসিন্দাদের মতে, অশান্তি এড়াতেই হয়তো ছবিটা দেখতে যাচ্ছেন না অনেকে। অন্যদিকে, বিজেপির বনগাঁ পুরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডল বলেন,” সিনেমাটি সকলের দেখা উচিত। সমাজে যেভাবে লাভ জেহাদি ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে মানুষ সচেতন হতে পারবেন।” যদিও এ বিষয়ে তৃণমূলের কোন বক্তব্য মেলেনি ৷
[আরও পড়ুন: প্রথম দর্শনে বাজিমাত! রেড কার্পেটে হাঁটা-মাত্রই Cannes-এ ‘হাউজফুল’ সানি লিওনির শো]