সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা মেসেজ পেয়েছেন, এখনই বিল না মেটালে কয়েকঘণ্টার মধ্যে কেটে দেওয়া হবে বিদ্যুতের লাইন। ভুলেও ভয় পেয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ, আপনার ভুলের সুযোগ নিয়েই ফাঁদ পাতে প্রতারকরা। ভয় দেখিয়ে হাতিয়ে নিতে পারে আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা।
ব্যাপারটা ঠিক কী? গত কিছুদিনে দেখা গিয়েছে, আচমকা বিদ্যুতের লাইন বিচ্ছেদের মেসেজ পেয়েছেন অনেকেই। তাতে লেখা, গ্রাহকের শেষ মাসের বিল বকেয়া রয়েছে। এখনই না দিলে কেটে দেওয়া হবে লাইন। মেসেজে থাকা লিংকে ক্লিক করে পেমেন্ট করার কথা বলা হয়। স্বাভাবিকভাবেই যে কেউ আতঙ্কিত হয়ে পড়েন। আর এই সুযোগটাকেই কাজে লাগায় প্রতারকরা। ফাঁকা করে দেয় অ্যাকাউন্ট। এই মেসেজ থেকে সতর্ক থাকুন সকলে। মেনে চলুন কয়েকটি বিষয়।
[আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে পাচারের ছক বানচাল, ১ কোটি ২৩ লক্ষের সোনা-সহ গ্রেপ্তার ২]
১. এই ধরনের কোনও মেসেজ আসলে তাতে গুরুত্ব দেবেন না। ভুলেও মেসেজ বা মেলে থাকা লিংকে ক্লিক করবেন না।
২. মেসেজ বা মেলে থাকা কোনও লিংকে ক্লিক করে কোনওরকম পেমেন্ট করবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।
৩. নিজের ব্যক্তিগত তথ্য সর্বদা গোপন রাখবেন। কারও সঙ্গে তা শেয়ার করবেন না।
উপরিউক্ত এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই হ্যাকারদের খপ্পরে পড়তে হবে না আপনাকে।