shono
Advertisement

যমুনা দূষণ রোধে অভিনব উদ্যোগ, মন্দির প্রাঙ্গণেই প্রতিমা বিসর্জন দিল্লিতে

এই অভিনব ভাবনায় প্রশংসা কুড়িয়েছেন দিল্লির চিত্তরঞ্জন পার্ক মেলা গ্রাউন্ড দুর্গাপুজো সমিতির আয়োজকরা৷ The post যমুনা দূষণ রোধে অভিনব উদ্যোগ, মন্দির প্রাঙ্গণেই প্রতিমা বিসর্জন দিল্লিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Oct 08, 2019Updated: 08:57 PM Oct 08, 2019

সোমনাথ রায়, নয়াদিল্লি: কোনও মতেই আর যমুনা নদীতে দেওয়া যাবে না মূর্তি বিসর্জন৷ দূষণ রোধে দুর্গাপুজোর মরশুমে এই কঠোর নির্দেশিকা পৌঁছে গিয়েছিল দিল্লির পুজো কমিটিগুলির কাছে৷ যা দেখে মাথায় হাত পড়ে যায় উদ্যোক্তাদের৷ কীভাবে হবে প্রতিমা বিসর্জন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এক অভিনব উপায় বের করে ফেললেন দিল্লির বিখ্যাত চিত্তরঞ্জন পার্কের মেলা গ্রাউন্ড দুর্গাপুজো সমিতির আয়োজকরা৷ নিজেদের মন্দির প্রাঙ্গণেই একটি ছোট পুকুর কেটে ফেললেন তাঁরা৷  তাতে পরিস্রুত জল ভরে, সেখানে মা দুর্গার বিসর্জনের ব্যবস্থা করলেন৷

Advertisement

[ আরও পড়ুন: ছেলের বউকে লাগাতার ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তির ]

জানা গিয়েছে, দিল্লিতে বসবাসকারী বাঙালিদের এই ঐতিহ্যশালী পুজো কমিটির তরফে এবার চিত্তরঞ্জন পার্কের মাঠে একটি ৪০ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া পুকুর কাটা হয়৷ যার গভীরতা প্রায় সাড়ে পাঁচ ফুট৷ সাতটি ট্যাংকের সাহায্যে তাতে ঢালা হয় কয়েক হাজার লিটার পরিস্রুত জল৷ এবং এবার সেখানেই দুর্গা প্রতিমার নিরঞ্জন করেন ক্লাব কমিটির সদস্যরা৷ কমিটির সচিব জয়দীপ চক্রবর্তী বলেন, ‘‘যমুনা দূষণের জন্য সরকারি নির্দেশে এবার নদীতে বিসর্জন বন্ধ৷ যা নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম৷ আমাদের ঠাকুরের উচ্চতা বেশি হওয়ায় চিন্তা আরও বেশি ছিল৷ অবশেষে আমরা ঠিক করি, এই মাঠেই পুকুর কেটে, সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে৷ এতদিন আমার দুপুর বেলা ঠাকুর নিয়ে শোভাযাত্রায় বেরিয়ে যেতাম৷ এবং নদীতে বিসর্জন দিতাম৷ এই প্রথমবার আমরা, শোভাযাত্রা করে নিজেদের মাঠেই ফিরব৷ এবং এখানেই প্রতিমাকে বিসর্জন দেব৷’’ তিনি আরও জানান, সরকারের তরফে যে নির্দেশাবলী এসেছিল, তাতে স্পষ্ট বলা হয়েছিল, প্রতিমার উচ্চতা পাঁচ ফুটের মধ্যে রাখতে হবে৷ তবেই সরকারি স্থলে প্রতিমা নিরঞ্জন করা যাবে৷ তবে চিত্তরঞ্জন পার্কের প্রতিমার উচ্চতা প্রায় ১৮ ফুটের মতো৷ সেজন্যই নিজেদের উদ্যোগে পুজো প্রাঙ্গণেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেন তাঁরা৷

[ আরও পড়ুন: ‘গণপিটুনি বিদেশ থেকে আমদানি হয়েছে’, বিজয়াদশমীর অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত ]

পরিবেশ রক্ষার্থে এই অভিনব পদক্ষেপ নিলেও, চোখের সামনে একটু একটু করে মাতৃ মূর্তিকে গলতে দেখা যে বিষাদের, তা এক কথায় স্বীকার করে নিয়েছেন উদ্যোক্তারা৷ তাঁদের কথায়, ‘‘মাতৃ প্রতিমাকে চোখের সামনে গলতে দেখা অবশ্যই দুঃখের৷ তবে যমুনা দূষণ রুখতে এই নির্দেশ মানতে হবে৷ আমাদের অনুমান সাত থেকে দশ দিনের প্রতিমা গলে যাবে৷’’

The post যমুনা দূষণ রোধে অভিনব উদ্যোগ, মন্দির প্রাঙ্গণেই প্রতিমা বিসর্জন দিল্লিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার