shono
Advertisement

অস্কার দৌড়ে ‘রকি অউর রানি’! ‘দ্য কেরালা স্টোরি’র সঙ্গে জোর লড়াই করণ জোহরের ছবির

অস্কার দৌড়ে রয়েছে বেশ কিছু দক্ষিণী ছবিও।
Posted: 10:09 AM Sep 22, 2023Updated: 10:09 AM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের অস্কারের দৌড়ে ভারত থেকে কোন ছবি পাঠানো হবে, তা নিয়ে ইতিমধ্য়েই বাছাইপর্ব শুরু হয়ে গিয়েছে। খবরে ছিল পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি রয়েছে অস্কারের দৌড়ে। আর এবার নতুন খবর হল, এই তালিকায় এবার ঢুকে পড়েছে করণ জোহরের সুপারহিট ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি। ২৫ বছরের কেরিয়ারে এই প্রথম করণ জোহরের কোনও ছবি অস্কারে দৌড়ে নাম লিখিয়েছে। বক্স অফিসে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত এই ছবি হইচই ফেলে দিয়েছিল। এই ছবি ব্যবসাও করেছে দুরন্ত। আর এবার অস্কার দৌড়ের পালা।

Advertisement

[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]

২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। ফের একবার অ্য়াকাডেমির মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্য়ে রয়েছে এ বছরের সবচেয়ে বিতর্কিত দ্য কেরালা স্টোরি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।

শুধু ‘দ্য় কেরালা স্টোরি’ নয়, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিষেক বচ্চন অভিনীত পরিচালক আর বাল্কির ‘ঘুমর’ও রয়েছে তালিকায়। নাম শোনা যাচ্ছে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবিরও। নাম এসেছে রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’ ছবিরও। রয়েছে বেশ কিছু দক্ষিণী ছবিও।

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement