shono
Advertisement

Breaking News

মুম্বইয়ের রাস্তার খাবার দোকানের ৫০ কোটি টাকার সম্পত্তি

ছোট দোকানগুলির বড় আয় এবার আয়কর দফতরের নজরে৷ The post মুম্বইয়ের রাস্তার খাবার দোকানের ৫০ কোটি টাকার সম্পত্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 AM Oct 02, 2016Updated: 09:14 PM Oct 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার খাবার দোকান৷ এতদিন রমরমিয়ে চলছিল ব্যবসা৷ দিনে কত আয়, হিসেব দিতে হত না সরকারকে৷ এবার দিতে হবে, জানিয়ে দিয়েছিল আয়কর দফতর৷ সপ্তাহ খানেক আগেই ঘোষণা করেছিল, রাস্তার পাশের দোকানগুলিকেও এবার থেকে আয়করের আওতায় আনা হবে কালো টাকা রুখতে৷ ফল মিলেছে হাতেনাতে৷ একা মুম্বইয়ের রাস্তার ধারের ছোটবড় দোকানগুলি মিলে আয়ের পরিমান ঘোষিত হল ৫০ কোটি টাকার সম্পত্তি৷

Advertisement

এখনও পর্যন্ত থানে, ঘাটকোপার, অান্ধেরিতে রাস্তার পাশে প্রায় ২০০টি ছোট-বড় দোকানে হানা দিয়েছে আয়কর দফতর৷ ঘাটকোপারের এক জ্যুস সেন্টারের মালিক জানিয়েছেন, ৫ কোটি টাকার আয় করেছেন তিনি৷ বাকি খাবারের দোকানগুলিরও আয় ২৫ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত৷ শোনা গিয়েছে, এতদিন আয়কর না দেওয়ার ফলে ৫০ কোটির মধ্যে ২২.৫ কোটি টাকাই চলে যাবে আয়করের হেফাজতে৷

শুধু অর্থেই নয়, মুম্বইয়ের আনাচে-কানাচে প্রচুর জমিও রয়েছে রাস্তার পাশের এই দোকান মালিকদের৷ সেই গুলিও হিসেবে রাখার কথা ভাবনা-চিন্তা করছেন আয়কর দফতরের কর্তারা৷

The post মুম্বইয়ের রাস্তার খাবার দোকানের ৫০ কোটি টাকার সম্পত্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement