shono
Advertisement

Breaking News

টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের কোচ দ্রাবিড়কে নতুন সঙ্গী দিল BCCI

এদিকে, সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে পারে ভারতেই।
Posted: 10:03 PM Jul 26, 2022Updated: 10:03 PM Jul 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার রোহিত শর্মার সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতীয় দলের সাফল্যে যাতে কোনওকিছুই বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ডও। তাই এবার রাহুল দ্রাবিড়কে নতুন সঙ্গী দিলেন বিসিসিআই। রোহিতদের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে যোগ দিলেন প্যাডি আপ্টন।

Advertisement

দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাতজন অধিনায়ককে সামলাতে হয়েছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। তা সত্ত্বেও সাফল্য অব্যাহত। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে ভারত। দেশের মাটিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দলের তরুণ তুর্কিরা দারুণ ফর্মে। তবে বিরাট কোহলির ব্যাটে রানের খরা কাটছে না। এমন অবস্থায় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, সে নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেটারদের মানসিকভাবে ফিট রাখতে তাই ফের দায়িত্ব দেওয়া হল প্যাডিকে। ২০১১ বিশ্বজয়ী ভারতের অংশ ছিলেন তিনি।

[আরও পড়ুন: TET দুর্নীতিতেও জড়িত পার্থ? ফ্ল্যাট থেকে উদ্ধার নথি ঘিরে জল্পনা, মিলল অর্পিতার নামে দলিলও]

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচ টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছেন ধাওয়ানরা। জানা গিয়েছে, এদিনই দলে যোগ দেবেন প্যাডি। চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, তাঁর সঙ্গে চার মাসের চুক্তি করা হয়েছে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিতরা। এমন পরিস্থিতিতে দলে একজন মেন্টাল কন্ডিশনিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন দ্রাবিড়ও। তাই প্যাডি যোগ দেওয়ায় ক্রিকেটারদের মোটিভেট করতেই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে পারে ভারতেই। অর্থাৎ দেশের মাটিতেই লড়াইয়ের সুযোগ পাবেন হরমনপ্রীতরা। এর জন্য বিড করতে চলেছে বিসিসিআই বলে খবর।

[আরও পড়ুন: বাড়িতে পতিতালয়! উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মেঘালয়ের ‘পলাতক’ বিজেপি নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement