shono
Advertisement

Breaking News

সীমান্তের ওপার থেকে ফের গুলিবর্ষণ পাক সেনার

বিনা প্ররোচনায় গুলি, দাবি ভারতের। The post সীমান্তের ওপার থেকে ফের গুলিবর্ষণ পাক সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 AM Mar 13, 2017Updated: 05:11 AM Mar 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার চারটি গ্রামে মর্টার শেল ছোড়ে পাক সেনা। কেউ আহত না হলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী।

Advertisement

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ‘দিগওয়ার, মাল্টি এবং গুলপুরে সবথেকে বেশি শেলবর্ষণ করা হয়েছে।’ তবে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এর আগে গত রবিবার পুঞ্চেরই কৃষ্ণাঘাঁটি সেক্টরে আরও একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক সেনা। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র এবং ৮২ মিমি মর্টার থেকে লাগাতার গুলিবর্ষণ করতে থাকে তারা।

গতবছর থেকেই লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। এই নিয়ে বহুবার ভারতের তরফ থেকে অভিযোগ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাগাতার বিনা প্ররোচনায় ভারতে হামলা চালানোর অভিযোগে পাক ডেপুটি হাই কমিশনারকে সমন পাঠিয়েছে নয়াদিল্লি। তাঁর কাছে কড়া ভাষায় এই হামলার নিন্দা জানাবে ভারত।

(ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির)

The post সীমান্তের ওপার থেকে ফের গুলিবর্ষণ পাক সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement