সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই জ্বলছে পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তাঁর লাহোরের বাড়িতে চড়াও হয় ইমরান সমর্থকরা। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর, পাক সেনার লাহোরের কোর কমান্ডারের বাড়ি, করাচি, পেশোয়ারের সেনাশিবির আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে. পাকিস্তান এখন অগ্নিগর্ভ।
এহেন পরিস্থিতিতে বুধবার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের ‘ভয়ংকর প্রত্যাঘাতের’ হুমকি দিয়েছে পাক সেনা। এনিয়ে এক বিবৃতি জারি করেছে সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর। সেখানে বলা হয়েছে, “আমরা কাউকেই আইন নিজেদের হাতে তুলে নিতে দেব না। আমাদের উপর হামলা হলে পরিণতি ভয়ংকর হবে। একটি দল পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে।” সরাসরি ইমরানের দলের নাম না করে পাক সেনার বক্তব্য, “গত ৭৫ বছরে শত্রুরা যা করতে পারেনি, ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দল তা করেছে। ৯ মে দেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। এরপর যদি সেনাবাহিনী বা কোনও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয় তাহলে ভয়ংকর প্রত্যাঘাত হবে।”
[আরও পড়ুন: আগামী মাসেই আমেরিকা সফরে মোদি, প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ বাইডেনের]
এদিকে, ইতিমধ্যেই অশান্তি বাধানোর অভিযোগে হাজারেরও বেশি ইমরান সমর্থককে গ্রেপ্তার করেছে পাক সেনা, রেঞ্জার্স এবং পুলিশ। ঘটনাচক্রে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার জানিয়েছে ইমারনের গ্রেপ্তারিতে সেনাবাহিনীর কোনও হাত নেই। সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-ই ‘আইন মোতাবেক’ গ্রেপ্তার করেছে ইমরানকে। সেনার উপর হামলাকারীদের সরাসরি ‘দেশদ্রোহী’ হিসাবে চিহ্নিত করেন শাহবাজ।
তাৎপর্যপূর্ণ ভাবে, মঙ্গলবার গ্রেপ্তারির ঠিক আগে ইসলামাবাদ আদালতে যাওয়ার পথে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান চেঁচিয়ে বলেছিলেন, “কান খুলে শুনুন, একজন গোয়েন্দা কর্মকর্তার নাম উল্লেখ করেছি, যে আমাকে দু’ বার হত্যার চেষ্টা করেছে।” তারপর থেকেই সামনে আসছে একের পর এক কন্সপিরেসি থিওরি। পাকিস্তানের বর্তমানে অর্থনীতির অবস্থা তুলে ধরে ওই আইএসআই অফিসার-সহ তাঁর সঙ্গে জড়িতদের উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারির সুরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেছিলেন, দেশে কয়েকজন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর বুধবার পিটিআই-এর সমর্থকরা দাবি করেছেন তাঁদের নেতাকে ফাঁসানো এবং খুনের চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।