shono
Advertisement

লস্কর টার্গেটে বারাণসী, মোদির লোকসভা কেন্দ্রে বড়সড় নাশকতার ছক জঙ্গিদের

সূত্রের খবর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে মডিউল তৈরির ছক কষছে লস্কর৷ The post লস্কর টার্গেটে বারাণসী, মোদির লোকসভা কেন্দ্রে বড়সড় নাশকতার ছক জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:13 AM Aug 28, 2019Updated: 10:13 AM Aug 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর জঙ্গিদের টার্গেটে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী৷ গোয়েন্দা সূত্রে খবর, বড়সড় নাশকতা ঘটানোর উদ্দেশে ইতিমধ্যে মন্দির শহরে রেইকি করে গিয়েছে লস্কর জঙ্গি উমর মাদনি৷ এক নেপালী সঙ্গীকে নিয়ে মে মাসের চারদিন সেখানে থাকে সে৷ এবং লস্করের মডিউল তৈরির চেষ্টা করে৷ লস্করের নেটওয়ার্ক বিস্তারের জন্য বিভিন্ন জনের সঙ্গে দেখা করে সে৷ মগজধোলাই করে যুবকদের নিজেদের মডিউলে সামিল করার চেষ্টা করে৷

Advertisement

[ আরও পড়ুন: কৃষ্ণের মতো বাঁশি বাজালে গরু অনেক বেশি দুধ দেয়, নয়া তত্ত্ব বিজেপি বিধায়কের ]

জানা গিয়েছে, কেবল বারাণসী নয় ফইজাবাদ, গোরক্ষপুরের মতো উত্তরপ্রদেশের একাধিক শহর, এমনকী কলকাতায় এসেও রেইকি করেছে উমর৷ এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় লস্করের মডিউল তৈরির চেষ্টায় রয়েছে এই জঙ্গি৷ গোয়েন্দার জানিয়েছে, মে মাসের ৭ তারিখ থেকে ১১ তারিখ বারাণসীতে ছিল উমর ও তার নেপালী সঙ্গী৷ সেখানার এক জনবহুল এলাকায় ঘর ভাড়া নেয় তারা৷ এরপর এই চারদিনের মধ্যে প্রায় গোটা বারাণসী চষে বেড়ায়৷ দেখা করে একাধিক জনের সঙ্গে৷ গোপনে নিজেদের নাশকতার পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করে৷ গোয়েন্দারা জানিয়েছেন, এই চারদিনের মধ্যে একাধিক যুবকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে দুই জঙ্গিকে৷ আর এই থেকে তদন্তকারীদের অনুমান, যুব সমাজকেই টার্গেট করেছে এরা৷ এবং এদের মাধ্যমেই জেহাদের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে লস্কর৷

[ আরও পড়ুন: বিধানসভায় পর্ন দেখে ‘বিখ্যাত’ বিধায়ককেই উপমুখ্যমন্ত্রী করলেন ইয়েদুরাপ্পা ]

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই সতর্কতার পর বারাণসীর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে৷ মন্দির শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ ভাবে নজরদারি চালান হচ্ছে৷ একই ভাবে সতর্ক করা হয়েছে উত্তর ভারতের কয়েকটি রাজ্যকেও৷ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে এ রাজ্যকে৷ কিন্তু এখন প্রশ্ন উঠছে কীভাবে ভারতের প্রবেশ করল উমর মাদনি? এবং কেন তাকে পাকড়াও করা যাচ্ছে না? গোয়েন্দার জানিয়েছেন, নেপাল হয়ে ভারতের প্রবেশ করেছে এই লস্কর জঙ্গি৷ এবং তাকে এখনও ধরতে না পারার একমাত্র কারণ, বারবার তার স্থান পরিবর্তন করা৷ তবে শীঘ্রই এই বিষয়ে সাফল্য পাওয়া যাবে বলেও আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷

The post লস্কর টার্গেটে বারাণসী, মোদির লোকসভা কেন্দ্রে বড়সড় নাশকতার ছক জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার