shono
Advertisement
PCB

৮৬৯ কোটি টাকার লোকসান! চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভাঁড়ে মা ভবানী দশা পাক বোর্ডের

লোকসানের ধাক্কা সামলাতে এবার ক্রিকেটারদের বেতনেই কোপ বসাচ্ছে পিসিবি!
Published By: Biswadip DeyPosted: 03:27 PM Mar 17, 2025Updated: 03:27 PM Mar 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ বছর পর পাকভূমে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আইসিসির এই মেগা ইভেন্ট আয়োজন করে ভাঁড়ে মা ভবানী দশা পাক বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান মজবুত হবে। আর্থিকভাবেও লাভবান হবে তারা। এমনটাই ছিল পিসিবির আশা। কিন্তু ঘটল একেবারে উলটোটা। পাকিস্তান ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। আর এতে বড়সড় অর্থ সংকটে পড়েছে পিসিবি। জানা গিয়েছে, এর জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-তেও কোপ পড়েছে।

Advertisement

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ঘরের মাঠে একটিই মাত্র ম্যাচ খেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিতেও হারের মুখ দেখে তারা। ভারতের বিরুদ্ধে খেলতে তাদের যেতে হয়েছিল দুবাই। অন্যদিকে, রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। সুতরাং জয়ের মুখ না দেখেই বিদায় নেন রিজওয়ানরা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান প্রায় ১৮ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করেছে। এই পরিমাণ টাকা রাওয়ালপিণ্ডি, লাহোর এবং করাচিতে তিনটি স্টেডিয়াম সংস্কারে ব্যয় করা হয়েছে। যা মূল বাজেটের থেকে ৫০ শতাংশ বেশি।

এছাড়াও প্রতিযোগিতা আয়োজনে ৪০ মিলিয়ন ডলার খরচ করে পিসিবি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে লাভের লাভ কিছুই হয়নি। বরং মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করেছে পিসিবি। টিকিট বিক্রি এবং স্পনসরশিপ থেকে এই অর্থ উপার্জন করেছে পাক বোর্ড। সবমিলিয়ে তাদের ৮৬৯ কোটি টাকা লোকসান হয়েছে।

সূত্রের খবর, পিসিবি ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ম্যাচ ফি-র ৯০ শতাংশ কমিয়ে দিয়েছে। একই সঙ্গে, রিজার্ভ খেলোয়াড়দের ফি ৮৭.৫ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ ক্রিকেটাররা যেখানে ৪০ হাজার পেতেন, তা কমিয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। তাছাড়াও, আগে ক্রিকেটাররা পাঁচতারা হোটেলে থাকতেন। এখন তাঁদের জন্য বরাদ্দ সাধারণ মানের হোটেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৯ বছর পর পাক ভূমে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি।
  • কোনও ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান।
  • এই ঘটনায় ক্রিকেটারদের ম্যাচ ফি-তেও কোপ পড়েছে।
Advertisement