সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ আয়োজনকে ঘিরে জটিলতা ক্রমেই বাড়ছে। প্রথমে শুধু বিসিসিআই পাকিস্তানে গিয়ে খেলার বিরোধিতা করেছিল। পরবর্তীতে আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে সে দেশ থেকে টুর্নামেন্ট সরানোর দাবি জানায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশও। এমন সাঁড়াশি চাপে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কায় বসতে পারে এই টুর্নামেন্টের আসর। আর তেমনটা হলে হয়তো এশিয়া কাপ বয়কটের পথে হাঁটবে পাক ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কর্তাদের সঙ্গে বৈঠক করেন পাক বোর্ড চেয়ারম্যান নজম শেঠী। সেখানেই তিনি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরানোর ভাবনার বিরোধিতা করেন। বরং যে হাইব্রিড মডেল এসিসির সামনে তুলে ধরা হয়েছিল, তার উপরই ফের জোর দেন। পাক বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আমিরশাহীতে। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়, সেপ্টেম্বরে আমিরশাহীর গরমে খেলা অসম্ভব। যার পালটা দিয়ে পিসিবি চেয়ারম্যান দাবি করেন, ২০২০ সালে সেপ্টেম্বরে আইপিএল আয়োজিত হয়েছিল আমিরশাহীতেই। তাই সেক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ফলে কোনওভাবেই কাটছে না জটিলতা।
[আরও পড়ুন: কর্ণাটকে শুরু ভোটগ্রহণ, তরুণ প্রজন্মকে ভোটদানের আরজি প্রধানমন্ত্রীর]
আগেই শোনা গিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর বসুক, এমনটা চাইছে না বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনকী বিসিসিআইয়ের সমর্থন পেয়ে ইতিমধ্যেই এসিসিকে টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। আর তাতেই নাকি ক্ষুব্ধ পাক বোর্ড। এমনটা হলে টুর্নামেন্টে অংশ নাও নিতে পারেন বাবর আজমরা।
তবে তারও বিকল্প ভেবে ফেলেছে এসিসি। পাকিস্তান এশিয়া কাপ বয়কট করলে তাদের পরিবর্তে খেলার সুযোগ পাবে সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবারের বৈঠক শেষে নাকি শেঠী এও জানান, এশিয়া কাপ সরে গেলে তিন-চারটি দল নিয়ে আলাদা ইভেন্টের আয়োজন করবে পাক বোর্ড। সব মিলিয়ে এশিয়া কাপের আকাশে এখনও কালো মেঘ।