shono
Advertisement

Breaking News

সন্ত্রাস রফতানি করে পাকিস্তান, কটাক্ষ মোদির

সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পাঠ করছেন, শরিফের কড়া সমালোচনা মোদির৷ The post সন্ত্রাস রফতানি করে পাকিস্তান, কটাক্ষ মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 AM Sep 25, 2016Updated: 08:28 PM Sep 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই অপেক্ষায় ছিলেন৷ তিনি কবে বলবেন৷ অবশেষে উরি প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোনও রাখঢাক না করেই প্রতিবেশী দেশকে আক্রমণ করলেন সরাসরি৷ তাঁর স্পষ্ট কথা, “সন্ত্রাস রফতানি করে পাকিস্তান৷”

Advertisement

এদিন কেরলের কোঝিকোড়ে দলীয় সভায় উরি হামলার কড়া নিন্দা করেন মোদি৷ তিনি জানান, বিশ্বের যেখানেই সন্ত্রাস, সেখানেই প্রতিবেশী দেশের নাম উঠে আসে৷ সন্ত্রাসবাদী তৈরির কারিগর পাক ভূমি৷ সেখানেই আশ্রয় পায় ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদী৷

উরিতে ১৮ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা যে ভারতবাসী ভুলবে না, সেকথা এদিন কেরলে জানিয়ে দেন মোদি৷ তাঁর স্পষ্ট কথা, সন্ত্রাসের কাছে ভারত কোনও দিন মাথা নত করেনি, কোনও দিন করবেও না৷ ভারতীয় সেনাবাহিনী নিয়ে তিনি গর্বিত বলেও জানান৷

এদিন নাম না করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও কটাক্ষ করেন ভারতীয় প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পাঠ করছেন৷ আগে বালুচিস্তান-গিলগিট সামলান, তারপর কাশ্মীর নিয়ে কথা বলুন৷আন্তর্জাতিক মহলে পাকিস্তান যতই ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করুক, তাতে কোনও লাভ যে হবে না সেকথাও এই ইঙ্গিতে ভালভাবেই বুঝিয়ে দেন মোদি৷

এদিন প্রতিবেশী দেশকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, লড়াইয়ে যদি নামতেই হয় দারিদ্র, বেকারত্ব দূর করার লড়াইয়ে নামুন৷ দেখা যাক, ভারত-পাকিস্তানের মধ্যে কে আগে দেশের দারিদ্র ও বেকারত্ব ঘোচাতে পারে৷

The post সন্ত্রাস রফতানি করে পাকিস্তান, কটাক্ষ মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement