সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ১৪ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াকার ইউনিস (Waqar Younis) মনে করেন, মেগাটুর্নামেন্টে ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাবর আজমদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হার মানলেও ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে কিন্তু হারাতে পারেনি ইমরান খানের দেশ। ওয়াকার ইউনিস নিজে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকে ওয়াকার বলছেন, ”দুটো দল যত একে অপরের বিরুদ্ধে কম খেলবে, মাঠে নামলে চাপ বেড়ে যাবে তিনগুণ।”
[আরও পড়ুন: কাউন্টিতে অভিষেক ম্যাচে হতশ্রী আউট, পড়ে গিয়ে নিজেই উইকেট ভাঙলেন পৃথ্বী শ]
ওয়াকারের মতে, ভারত-পাক ম্যাচের চাপ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ অতীতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা এখনকার থেকে বেশি হতো। বেশি ম্যাচ খেলা হলে চাপ কমে যায় অনেকটাই। তবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার জিতে গিয়েছে ভারতীয় দল। অন্য টুর্নামেন্টে পাক দল জিতলেও বিশ্বকাপে অন্য দৃশ্য দেখা যেত। ওয়াকারের স্বীকারোক্তি, ”আমাদের সময়ে দুই দেশের মধ্যে বেশি খেলা হলেও বিশ্বকাপে আমরা চোক করে যেতাম।” বাবর আজমের দলকে নিয়ে আশাপ্রকাশ করছেন ওয়াকার। বর্তমান এই দলটার ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বলে মনে করেন প্রাক্তন পাক পেসার। তিনি বলেন, ”এখনকার ক্রিকেটাররা বেশ ভালই চাপ সামলাতে পারে। ভারতকে হারানোর ক্ষমতা ধরে পাকিস্তান।”
বাবর আজমের পাক দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচ জেতার ক্ষমতা রাখেন। ওয়াকার বলছেন, ”আমাদের দলে ম্যাচ উইনার রয়েছে। বাবর আজম, শাহিন আফ্রিদি, ফকর জামানের মতো ক্রিকেটার ম্যাচের রং বদলে দিতে পারে। ইমামও বেশ ভাল সব ইনিংস খেলছে।”