সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট হামলার প্রায় ১৪০ দিন পর আকাশপথ খুলে দিল পাকিস্তান৷ পালটা পাক অসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ভারতও৷ মঙ্গলবার সকাল থেকে ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশ ব্যবহারে আর কোনও নিষেধাজ্ঞা রইল না৷
[আরও পড়ুন: তাড়িয়ে বেড়াচ্ছে বালাকোট আতঙ্ক, এখনও নিরাপত্তায় গলদ খুঁজছে পাকিস্তান]
রাত ১২টা ৪১ মিনিট থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ খুলে দেয় পাকিস্তান৷ ফলে মোট ১১টি রুটের যে ৯টি রুটে পাকিস্তান বন্ধ করে রেখেছিল সেগুলি এবার ব্যবহার করতে পারবে ভারত৷ ফলে ভারতীয় যাত্রীবাহী বিমানগুলিকে আর ঘুরপথে ইউরোপ ও আমেরিকা যেতে হবে না৷ ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের ক্ষতি থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া৷ পাকিস্তানের আকাশ বন্ধ থাকার জেরে, জাতীয় বিমান পরিবহণ সংস্থাটির একাধিক আন্তর্জাতিক বিমানকে ঘুরপথে যেতে হচ্ছিল৷ যার জেরে এপর্যন্ত প্রায় ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে লোকসানের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার৷
গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী৷ তারপরই ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান৷ শুধু দুটি রুট খোলা রেখেছিল পাকিস্তান৷ যেখানে পাকিস্তানের আকাশপথে বিমানের ১১টি রুট রয়েছে৷ পাকিস্তানের আকাশপথ বন্ধ হওয়ায় বিমানসংস্থা ইন্ডিগো তাদের দিল্লি থেকে ইস্তানবুল সরাসরি উড়ান চালু করতে পারছিল না৷
উল্লেখ্য, গত মে মাসের ৩১ তারিখ ভারতীয় বায়ুসেনা জানায়, বালাকোট হামলার পর ভারতীয় আকাশে জারি করা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ মনে করা হয়েছিল পাকিস্তানও নিজেদের বায়ুসীমা খুলে দেবে যদিও সেবারে তা করেনি পাকিস্তান৷ বিশ্লেষকদের মতে শুধু ভারতীয় নয়, এই নিষেধাজ্ঞার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানি বিমানসংস্থাগুলিও৷ ফলে অবশেষে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা৷
The post প্রায় ১৪০ দিন পর ভারতের জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান appeared first on Sangbad Pratidin.