সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একশোটি সেঞ্চুরির মালিক শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। তাঁকে ধাওয়া করছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়ানডে ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরির মালিক বিরাট। টেস্ট সেঞ্চুরির দিক থেকে অবশ্য কোহলি পিছিয়ে রয়েছেন শচীনের থেকে। শচীন এবং কোহলি দেশের অন্যতম সেরা দুই ব্যাটার। এ বিষয়ে কোনও সন্দেহই নেই।
পাকিস্তানের পেসার জুনেইদ খান অবশ্য সেরা বাছতে বসে কোহলি ও শচীনের কথা বলছেন না। তাঁর পছন্দ রোহিত শর্মা (Rohit Sharma)। শচীন ও কোহলির মধ্যে সেরা কে, এই প্রশ্নের জবাব দিতে বসে ভারত অধিনায়ক রোহিতকে বেছে নেন জুনেইদ।
[আরও পড়ুন: আইপিএলে ২ কোটি টাকা বেস প্রাইস বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের! রাচীনের দর কত?]
পাক ক্রিকেটার বলেছেন, ”আমি রোহিতকে বাছব। ওর তূণে সমস্ত ধরনের শট রয়েছে। বিরাট গ্রেট প্লেয়ার। আজকের যুগে যদি শচীন ব্যাট করত তাহলে একশোর বেশি সেঞ্চুরি করতেই পারত। অবিশ্বাস্য ২৬৪-র জন্য রোহিতকে সবাই হিটম্যান বলে। ওয়ানডে-তে একাধিক ডাবল হান্ড্রেড করেছে রোহিত। এটা সচরাচর ঘটে না। তাছাড়া সবচেয়ে বেশি ছক্কাও মেরেছে রোহিত।”
হিটম্যান এখন ছুটি কাটাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রোহিত আরও বিশ্রাম চান। সেই কারণে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব গ্রহণ করেননি।
[আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে নেই শামি! বাংলার পেসারের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে IPL-এর উপর?]