shono
Advertisement

Breaking News

শামির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন পাক মডেল আলিশবা

কে রহস্যময়ী আলিশবা? তিনি কি সত্যিই শামির সঙ্গে দেখা করেছিলেন? The post শামির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন পাক মডেল আলিশবা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM Mar 19, 2018Updated: 02:45 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক মহিলা আলিশবার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে মহম্মদ শামির। হাসিন জাহানের এমন অভিযোগে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। শুধু তাই নয়, মহম্মদ ভাই নামের এক ব্যক্তির নির্দেশে আলিশবার থেকে টাকাও নিয়েছিলেন শামি, এমন অভিযোগও ওঠে। আলিশবার পরিচয় নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তদন্তও শুরু করে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। অবশেষে ভারতীয় পেসারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিশবা।

Advertisement

[‘মাথা ঠান্ডা রাখাটা ধোনির কাছে শিখেছি’, ম্যাচ জিতিয়ে বললেন দীনেশ কার্তিক]

হাসিন অভিযোগ করেছিলেন, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের পর দুবাইয়ে আলিশবা নামের মহিলার সঙ্গে দেখা করেছিলেন শামি। কিন্তু কেন সেই সাক্ষাৎ তা জানতেন না হাসিনও। কে সেই রহস্যময়ী আলিশবা? তিনি কি সত্যিই শামির সঙ্গে দেখা করেছিলেন? জানা গেল অবশেষে। নিজেই নিজের পরিচয় দিলেন ওই মডেল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে আলিশবা স্বীকার করেন, শামির সঙ্গে দুবাইয়ে তাঁর দেখা হয়েছিল। কিন্তু কেন সেই সাক্ষাৎ? আলিশবা কীভাবেই বা জানলেন সেই সময় দুবাই যাবেন শামি! এর উত্তরে পাক মডেল বলেন, “আমার বোন শারজায় থাকে। সেই সূত্রে আমি প্রায়ই দুবাই যাতায়াত করি। মানুষ হিসেবে আমার শামিকে খুব ভাল লাগে। ফ্যান হিসেবে কে না তার প্রিয় সেলিব্রিটির সঙ্গে দেখা করতে চায়! ঠিক সেভাবেই আমিও শামির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তাতে কোনও দোষ করেছি বলে মনে হয় না। সেভাবেই সাক্ষাৎ। তারপর দু’জনে ভাল বন্ধু হয়ে যাই। জানতে পেরেছিলাম, দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরবেন শামি। সেই সময় আমিও বোনের কাছে যাচ্ছিলাম। তখনই দেখা হয়ে যায়।” আলিশবা আরও বলেন, “শামির লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। যাদের মধ্যে আমিও একজন। আর ফ্যান হিসেবেই শামিকে মোবাইলে মেসেজ করতাম।” কিন্তু টাকা দেওয়ার কোনও উল্লেখ তাঁর কথায় ছিল না।

[‘সত্যর জন্য লড়াই’-এ এবার মুখ্যমন্ত্রীকে পাশে চাইলেন হাসিন]

শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, শারীরিক অত্যাচার এমনকী ধর্ষণেরও অভিযোগ তুলেছেন হাসিন। যার জেরে ভারতীয় পেসারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবারই সেই মামলায় আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেওয়ার কথা স্ত্রী হাসিনের। এর আগে রবিবার উত্তরপ্রদেশের আমরোহায় শামির পরিবারের সঙ্গে দেখা করতে যায় কলকাতা পুলিশ। শামি ও তাঁর পরিবারের থেকে পূর্ণ সহযোগিতা মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। শামি বলেন, “আমার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই প্রমাণ করতে পারেনি হাসিন। আমিও দেখতে চাই ও কতদূর এগোতে পারে। গত সাত-আট দিন ধরে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু হাসিন কোনও কথা শুনতেই রাজি নয়। তাই আমাকেও আইনি পথে এগোতে হবে।”

The post শামির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন পাক মডেল আলিশবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement