shono
Advertisement

Breaking News

এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে

অবসরের বদলে এয়ার মার্শালকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান৷ The post এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:12 PM Mar 03, 2019Updated: 12:26 PM Mar 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর ভারত ও পাকিস্তান, উভয় দেশেই সোশ্যাল মিডিয়া অত্যন্ত সক্রিয়। দাবি-পালটা দাবির বন্যা বয়ে যাচ্ছে। এবার পাক সংবাদমাধ্যমের ভুয়ো সংবাদ পরিবেশনের আরও একটি দৃষ্টান্ত সামনে এল। যা কার্যত ভাইরাল করে দেয় পাক নেটিজেনরা। কিন্তু তথ্য খতিয়ে দেখতে গিয়েই সত্যিটা সামনে এসে গিয়েছে।

Advertisement

[‘I’m not supposed to tell you that’ কেন একথা বলেছিলেন অভিনন্দন?]

পাক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল, বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ব্যর্থ হামলা এবং পাক বায়ুসেনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের যুদ্ধবন্দি হওয়ার শাস্তি হিসাবে বরখাস্ত করা হয়েছে এয়ার মার্শাল চন্দ্রশেখর হরি কুমারকে। যিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্বে ছিলেন। একের পর এক চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায়। যদিও ভারতীয় সংবাদমাধ্যম যাচাই করতে গিয়ে জানতে পারে, এয়ার মার্শাল চন্দ্রশেখর মোটেও বরখাস্ত হননি। বরং ৩৯ বছর ধরে বায়ুসেনায় কৃতিত্ব ও সুনামের সঙ্গে কাজ করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসর নিয়েছেন। কর্মজীবনের শেষ প্রায় দু’বছর তিনি ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ। এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। পরে ভারতীয় বায়ুসেনার সরকারি টুইটার হ্যান্ডেল এবং প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে সত্যিটা প্রকাশ করা হয়।

[জওয়ানদের চোখে প্রতিশোধের আগুন, অশান্তি জারি কাশ্মীরে]

তাঁকে গার্ড অফ অনার দেওয়ার ছবি প্রকাশ করে জানানো হয়, ১৯৭৯ সালে এয়ার মার্শাল চন্দ্রশেখর বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ছিলেন রাষ্ট্রপতির এডিসি। পেয়েছেন বায়ুসেনা পদক (২০১১), বিশিষ্ট সেবা পদক (২০১৫), অতি বিশিষ্ট সেবা পদক (২০১৬) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০১৮)।

সরকারি বিবৃতি, ছবি প্রকাশ হওয়ার পর অবশ্য পাক সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়া চুপ করে গিয়েছে। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের ধার মাড়ায়নি।

The post এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement