shono
Advertisement

এশিয়া কাপের শুরুতেই বাজিমাত, সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

আর কী কী নজির গড়লেন পাক অধিনায়ক?
Posted: 07:46 PM Aug 30, 2023Updated: 08:43 PM Aug 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান। আর টুর্নামেন্টের শুরুটা ফেভারিটদের মতোই করলেন বাবর আজমরা। উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে দুরন্ত ১৫১ রানের ইনিংস খেললেন পাক অধিনায়ক। আর সেই সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।

Advertisement

নেপালের বিরুদ্ধে ধারেভারে যে এগিয়ে পাকিস্তানই, তা বলার অপেক্ষা রাখে না। বুধবার ঘরের মাঠ মুলতানে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটারের মতোই খেললেন বাবর (Babar Azam)। ১৩১ বলে ১৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দিলেন তিনি। হাঁকালেন ১৪টি চার এবং চারটি ছক্কা। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়ে গেলেন পাক ক্যাপ্টেন। ১০২টি ইনিংস খেলেই এই মাইস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। আর তাতেই টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা এবং বিরাট কোহলিকে। আমলা ১৯টি সেঞ্চুরি করেছিলেন ১০৪টি ইনিংস খেলে এবং কোহলি এই নজির গড়েন ১২৪টি ইনিংসের পর।

[আরও পড়ুন: ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’, বিগ বি’র সঙ্গে দেখা করে ফের দাবি মমতার]

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে রানের নিরিখে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে টপকে গেলেন বাবর। গম্ভীর যেখানে ৫২৩৮ রান করে কেরিয়ারে ইতি টেনেছিলেন, সেখানে বাবর ঝুলিতে ভরে ফেললেন ৫৩৫৩ রান। অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন বাবর। ২০১৪ এশিয়া কাপে কোহলি ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন। সেই রেকর্ডও এদিন ভেঙে দিলেন বাবর।

বাবরের একগুচ্ছ রেকর্ড গড়ার দিন নজর কাড়লেন মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদ। ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে-তে শতরানের মাইলফলক ছুঁলেন তিনি।

[আরও পড়ুন: মা-বাবার স্বপ্নপূরণ করেছেন আনন্দ মাহিন্দ্রা, বাঁধভাঙা উচ্ছ্বাস ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement