সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) প্রস্তুতি নিয়ে দলের নির্বাচন কমিটির জরুরি বৈঠক ডাকল তৃণমূল। আগামী ১৭ জুন শনিবার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের পাশাপাশি জেলা নেতৃত্বকেও ওই বৈঠকে ডাকা হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়ন পর্ব শেষ হচ্ছে। আর শুক্রবার শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচি। নবজোয়ারের শেষদিনের কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরদিনই রাজ্য নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ওই বৈঠক হওয়ার কথা। তবে সূত্রের খবর, মমতা এবং অভিষেক দু’জনেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
[আরও পড়ুন: সুফিয়ান বিরোধিতায় তপ্ত নন্দীগ্রাম, ছুটে গিয়ে বন্ধ পার্টি অফিস খোলালেন কুণাল]
জানা যাচ্ছে, তৃণমূলের রাজ্য নির্বাচন কমিটির পাশাপাশি জেলার নেতাদেরও ডাকা হয়েছে বৈঠকে। দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ওই বৈঠকে পঞ্চায়েত নিয়ে আলোচনা হবে। বস্তুত ১৭ তারিখের আগেই রাজ্যের মনোনয়নের চিত্র পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু এলাকায় দলের নেতাদের গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিও আছে। সব কিছু নিয়েই শনিবারের বৈঠকে আলোচনা হবে। নিচুতলার কর্মীদের উদ্দেশে দলের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: Panchayat Elections: ‘উনি আছেন বলেই বুকে বল পাচ্ছি’, সালানপুরে মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়নে বাম প্রার্থীরা]
তবে আপাতত তৃণমূলের নজর সুষ্ঠুভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা এবং তৃণমূলে নবজোয়ার কর্মসূচির শেষদিন মমতা-অভিষেকের যৌথ সভার দিকে। সেই সভা থেকেই কার্যত পঞ্চায়েত স্তরের কর্মীদের জন্য বার্তা দিয়ে দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।