ধীমান রায়, আউশগ্রাম: রাজনৈতিক সংঘর্ষে জখম সিপিএম কর্মীর মৃত্যু। নিহত রাজিবুল হক পূর্ব বর্ধমানের আউশগ্রামের ২ নম্বর ব্লকের বাসিন্দা। কলকাতার এনআরএস হাসপাতালে ভরতি ছিলেন। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
ভোটকর্মীরা (Panchayat Vote 2023) বুথে যেতে না যেতেই শুক্রবার সন্ধেয় সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বিষ্ণুপুর। শুক্রবার সন্ধের এই ঘটনায় জখম হন দুই প্রার্থী-সহ মোট ৫ জন। তাঁদের মধ্যে তৃণমূল প্রার্থী তথা আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান এবাদত শেখকে দুর্গাপুর মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু’জনকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট LIVE UPDATE: গঙ্গারামপুরে ব্যাপক ‘ছাপ্পা’, সুকান্তর কাছে অব্যাহতির অনুনয় অসহায় পুলিশের]
তাঁদের মধ্যে রাজিবুল শেখ নামে ওই সিপিএম কর্মীকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিপিএম প্রার্থী সাদেক আলি শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে সোমবার সকালে শেষ হয় জীবনযুদ্ধ। এনআরএস হাসপাতালে মৃত্যু হয় রাজিবুলের। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ফের নতুন করে এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়।