সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই খবরে এসেছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা তাঁদের বৌভাতের অনুষ্ঠান বাতিল করেছেন। এবার শোনা যাচ্ছে, শুধু বৌভাত নয়, পরিণীতি ও রাঘব নাকি তাঁদের হানিমুন প্ল্য়ানও আপাতত বাতিল করেছেন । সূত্র বলছে, বিয়ের জন্য বহুদিন ধরে কাজ থেকে দূরে রয়েছেন পরিণীতি। তাই তাড়াতাড়ি কাজে ফেরার জন্য়ই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি থাকবেন পরী। নতুন সংসার গোছানোর জন্যই নাকি আপাতত সময় চান অভিনেত্রী।
২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরে পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন তিনেক বাদেও সেই রেশ কাটেনি। কবে হচ্ছে রাঘব-পরিণীতির রিসেপশন? কৌতূহল তুঙ্গে।
[আরও পড়ুন: ‘ফ্যাশন ফিভার’! ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য ২০০ সেট জামা কিনে ফেললেন অঙ্কিতা-ভিকি]
প্রথমটায় শোনা গিয়েছিল আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশনের এলাহি আয়োজন করেছেন পাত্র পক্ষ (Parineeti Chopra and Raghav Chadha Wedding Reception)। শুধু তাই নয়, আম আদমি সাংসদ দলের সতীর্থদের জন্যও দিল্লিতে আরেকটি পার্টি দেবেন। যেখানে রাজনৈতিক রং-দল নির্বিশেষে উপস্থিত থাকতে পারেন রাজনীতিকরা। এবার শোনা গেল, দফায় দফায় রিসেপশন পার্টির প্ল্যান নাকি বাতিল হয়েছে! তাহলে কি পরিণীতির বউভাত হচ্ছে না?
এমন জল্পনার মাঝেই একাধিক বলিউড মাধ্যম সূত্রে খবর, চণ্ডীগড় ও দিল্লিতে কোথাও রাঘব-পরিণীতির রিসেপশন হচ্ছে না। তবে মুম্বইয়ের বন্ধুদের জন্য পার্টি দিতে পারেন অভিনেত্রী। যদিও সেটা অক্টোবর মাসের ৪ তারিখ নয়। তাহলে কি উদয়পুরে হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানের পর বউভাতের সব পরিকল্পনা বাতিল করলেন দম্পতি! নাকি ঘরোয়াভাবেই সারতে চাইছেন? এপ্রসঙ্গে নানা মুনির নানা মত! তবে শোনা যাচ্ছে, সামনে পরিণীতি চোপড়ার সিনেমার রিলিজ রয়েছে। আর সেই জন্যই নাকি আপাতত রিসেপশনের আয়োজনে মন দিতে চাইছেন না তিনি।