সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে লক্ষ্যভেদ মনু ভাকেরের (Manu Bhaker)। ভারতের পদক স্বপ্নকে রাঙিয়ে দিলেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু। গত শনিবার যোগ্যতা অর্জন পর্বে আগুনে ফর্মে ছিলেন ভারতীয় শুটার। এদিন সেটাকে ছাপাতে পারলেন না। আর সেই সঙ্গে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের ঝুলিতে ঢুকল প্রথম পদক।
মনুকে নিয়ে সোনার স্বপ্ন দেখছিল দেশবাসী। সেই আশা হয়তো পূর্ণ হল না। কিন্তু গোটা সিরিজ জুড়েই দুরন্ত লড়াই করলেন তিনি। মাত্র .১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হল মনুর। থামতে হল ব্রোঞ্জ নিয়েই। মোট পয়েন্ট স্কোর করলেন ২২১.৭। শেষ দুটি শটের আগে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির স্কোর ছিল ২২১.৮। তিনি শেষ পর্যন্ত রুপো জেতেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ারই ও ইয়ে জিন ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন।
[আরও পড়ুন: আশা জাগিয়েও বারবার হাতছাড়া পদক, ৩৬ বছরের খরা কাটানোর অভিযানে দীপিকা-অঙ্কিতারা]
শেষ শটে মনুর স্কোর ছিল ১০.৩। অন্যদিকে ইয়েজি ১০.৫ স্কোর করে এগিয়ে যান। তার আগে দীর্ঘ সময় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। এমনকী যোগ্যতা অর্জন পর্বের ফর্মও ধরে রাখতে পারেননি মনু। গতকাল মানু ভাকের ১০ মিটার পিস্তলের ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন। যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করেছিলেন তৃতীয় স্থানে। গোটা সিরিজ জুড়ে তাঁর স্কোর ছিল ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। সব মিলিয়ে মোট ৫৮০ স্কোর করেন ভাকের। বুলস আই মারেন ২৭ বার। কিন্তু ফাইনালে ৭ বার ১০-র কম স্কোর করেন। প্রথম রাউন্ডের পর থেকেই সোনার দৌড় থেকে পিছিয়ে পড়তে থাকেন। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে দেশের পতাকা উঁচুতে তুলে ধরলেন তিনি।
[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের]
গতবার কোনও ইভেন্টেই সফল হতে পারেননি মনু। ১০ মিটার এয়ার পিস্তলে তাঁর স্কোর ছিল ৫৭৫। থামতে হয়েছিল ১২ তম স্থানে। যেখানে সর্বোচ্চ স্কোর ছিল ৫৮৭। মিক্সড ইভেন্টে শেষ করেছিলেন সপ্তম স্থানে। এবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় হওয়ার পরই সেই শাপমুক্তি হয়েছিল। পদকের কাউন্টডাউন চলছিল তখন থেকেই। মনু হতাশ করলেন না। প্যারিসের মাটিতে ইতিহাস রচনা করে ব্রোঞ্জ জিতে নিলেন তিনি।