সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ভোলবদল৷ পুরোপুরি নয়, গোয়া হবে আংশিক ‘ক্যাশলেস’ বা নগদহীন রাজ্য, শনিবার জানালেন মনোহর পারিকর৷ অথচ, গত ২৭ নভেম্বর এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গোয়াকে দেশের প্রথম ক্যাশলেস রাজ্য হিসাবে গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
কিন্তু গতকাল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পুরোপুরি ক্যাশলেস হওয়া সম্ভব নয়৷ কেন্দ্র তা চায়ও না৷ কেন্দ্র চায় নগদে লেনদেন যতটা সম্ভব কমিয়ে আনতে৷” প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের আগে গোয়ায় মাত্র ১৫-২০ শতাংশ লেনদেন কার্ড মারফত হত৷ কিন্তু ৮ নভেম্বরের পর কার্ডে লেনদেন বেড়ে প্রায় ৫০ শতাংশ হয়েছে৷
২৭ নভেম্বর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পারিকর আশ্বাস দেন, উপকূলবর্তী ওই রাজ্যই হবে দেশের প্রথম ক্যাশলেস রাজ্য৷ ব্যবসায়ীদের প্লাস্টিক মানি ব্যবহার করা বাধ্যতামূলক করতে রাজ্যের আয়কর দফতর একটি সার্কুলার জারিও করে৷ কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের তীব্র অসন্তোষের মুখে পড়ে সেই সার্কুলার, এমনকী, রাজ্য বিজেপিও ওই বিতর্কিত সার্কুলারের বিরোধিতা করে৷ রাজনৈতিক মহলের মতে, রাজ্যজুড়ে তীব্র অসন্তোষের আঁচ পেয়েই পিছু হঠলেন পারিকর৷
প্রতিরক্ষামন্ত্রী এখন বলছেন, “ওই সার্কুলার বাধ্যতামূলক করা হয়নি৷ লেস ক্যাশ সোসাইটি গড়ে তুলতে উৎসাহ দেওয়া হয়েছে মাত্র৷ নগদে নয়, বরং কার্ডে লেনদেনে উৎসাহ দেওয়া হয়েছে৷” ইতিমধ্যেই প্রায় ২৬ হাজার মানুষ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেনদেন করছেন বলে জানিয়েছেন পারিকর৷
The post ঢোঁক গিললেন পারিকর, সম্পূর্ণ ‘ক্যাশলেস’ হচ্ছে না গোয়া appeared first on Sangbad Pratidin.