shono
Advertisement

Breaking News

ফের হামলার ছক পাঠানকোটে

পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটির কাছে কয়েকটি গ্রামে লুকিয়ে আছে পাক জঙ্গিরা৷ The post ফের হামলার ছক পাঠানকোটে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM Jun 22, 2016Updated: 05:18 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটির কাছে কয়েকটি গ্রামে লুকিয়ে আছে পাক জঙ্গিরা৷ গ্রামগুলিতে গা-ঢাকা দিয়ে তারা ফের হামলার জন্য তৈরি হচ্ছে৷ যে কোনও সময় তারা হামলা চালাতে পারে বায়ুসেনা ঘাঁটিতে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে৷ কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মঙ্গলবার ওই বিবৃতিতে জানিয়েছেন, পাঠানকোটে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সরকারকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে৷ সীমান্তের গ্রামগুলিতে জঙ্গিরা আশ্রয় নিচ্ছে৷ রেইকি করে যাচ্ছে৷ যে কোনও সময় পাঠানকোটের মতো বড়সড় হামলা হতে পারে৷ অনেক গ্রামবাসী আমাদের পরিদর্শনকারী দলকে জানিয়েছেন যে, বেশ কয়েকটি গ্রামে পাকিস্তানি জঙ্গিরা এখনও গা-ঢাকা দিয়ে রয়েছে৷ তাঁরা শঙ্কিত বায়ুসেনা ঘাঁটিতে হামলা হতে পারে বা গ্রামবাসীদেরও জঙ্গিরা টার্গেট করতে পারে৷
রাজ্যসভার সাংসদ প্রদীপবাবু জানান, আপনারা কি জানেন সীমান্তের গ্রামগুলিতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে কয়েকদিন আগে গোয়েন্দা সূত্রে খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সঙ্গে সঙ্গে বিএসএফ, সিআরপিএফ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়, পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা বাড়িয়ে দিতে৷ তারপরই সেখানে এমন নিশিছদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে যাতে মাছিও গলতে না পারে৷
প্রদীপবাবু বলেন, আমরা পরিস্থিতি পরিদর্শন করে সুপারিশ করতে পারি মাত্র৷ কিন্তু সিদ্ধান্ত নেওয়া বা তা কার্যকর করা সরকারের হাতে৷ তাই পাঠানকোটে জঙ্গি হামলার তদন্ত করতে পাকিস্তানি প্রতিনিধিদলকে বায়ুসেনা ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার ঘোরতর বিরোধী সংসদীয় স্ট্যান্ডিং কমিটি৷ এতে বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা আরও দুর্বল ও বেআব্রু হয়ে পড়ে৷ কমিটি সদ্য ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে৷ সেখানে অনেক ত্রুটি-বিচ্যুতি ও ফাঁকফোকর আছে৷ এখন কমিটি জম্মু ও কাশ্মীর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে৷
এদিকে, জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ৷ কুপওয়ারা জেলার সোগাম এলাকা থেকে সোমবার সন্ধেয় পুলিশের জালে ধরা পড়ে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা কমান্ডার আবু উকাশা ওরফে হানজুল্লা৷ আবু বকর নামে এক লস্কর জঙ্গিকে ধরতে অভিযান চালানোর সময়ই সে ধরা পড়ে৷ পাকিস্তানের বাসিন্দা উকাশাকে জেরা করছে পুলিশ ও সেনাবাহিনী৷ সে কাশ্মীরে জঙ্গিদের নেটওয়ার্ক নিয়ে অনেক খবর জানে বলে মনে করা হচ্ছে৷

Advertisement

The post ফের হামলার ছক পাঠানকোটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement