সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোট কাণ্ডের মূলচক্রী পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদের প্রধান নেতা মৌলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আব্দুল রাউফের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল৷
চলতি বছরের গোড়ায় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় মাসুদের জড়িত থাকার প্রমাণ মেলার পর সম্প্রতি জাতীয় তদন্ত কমিশন (এনআইএ) মাসুদ, রাউফ ও আরও দুই জঙ্গি কাশিফ জান ও শাহিদ লতিফের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ করেছিল৷ পাঠানকোটে হামলার জন্য গত বছর ৩০ ডিসেম্বর ভারতে অনুপ্রবেশ করে চার আত্মঘাতী জৈশ জঙ্গি৷ পয়লা জানুয়ারি বায়ুসেনার ঘাঁটিতে ঢুকে হামলা শুরু করে তারা৷ টানা প্রায় দু’দিনের লড়াইয়ে নিহত হন সাত ভারতীয় জওয়ান৷
The post পাঠানকোট কাণ্ড: মাসুদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি appeared first on Sangbad Pratidin.