shono
Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর আত্মীয়দের হাতাহাতি, রণক্ষেত্র নার্সিংহোম, লাঠিচার্জ পুলিশের

বেহালার ওই নার্সিংহোমের তরফেই আগে আক্রমণ করা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের।
Posted: 11:14 AM Oct 12, 2020Updated: 11:41 AM Oct 12, 2020

অভিরূপ দাস: রোগীর পরিবার ও চিকিৎসক-কর্মী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেহালার (Behala) একটি বেসরকারি হাসপাতাল। রোগীর পরিবারের অভিযোগ, বিল নিয়ে বচসার জেরে হাসপাতালের তরফে তাঁদের মারধর করা হয়েছে! রবিবার গভীর রাতে পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে তা নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারের এক রোগীকে বেহালার ওই হাসপাতালে ভরতি করা হয়েছিল। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বিল নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার জেরেই তাঁদের মারধর করা হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। তাঁদের কাছে অভিযোগ করেন রোগীর পরিবারের লোকজন।
স্থানীয়রা হাসপাতালে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদেরও মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে স্থানীয় এক যুবককে মারেন।

[আরও পড়ুন: ‘বিজেপির নবান্ন অভিযানে পুলিশি হামলা তৃণমূলের মরণ কামড়’, কটাক্ষ লকেটের]

এরপরেই স্থানীয়রা খেপে গিয়ে অভিযুক্ত ডাক্তারের গাড়ি ভাঙচুর করেন। ভাঙচুর চালানো হয় নার্সিংহোমের ভিতরেও। পুলিশ এই সময়ে লাঠি চার্জ করতে বাধ্য হয়। এরপর স্থানীয় বাসিন্দারা বেহালা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকাবাসীর বক্তব্য, এই ঘটনা ওই নার্সিংহোমে প্রথম নয়। রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের ভূরি ভূরি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

[আরও পড়ুন: ‘দাগীদের ভোটে জেতাতে পারলে জলপাইগুড়ি সদরও জিতব’, চ্যালেঞ্জ ছুঁড়ে বিতর্কে তৃণমূল নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement