shono
Advertisement

বিশ্বকাপ সেমিফাইনালে মগ্ন কর্মীরা, হাসপাতাল থেকে গায়েব রোগীর কাটা আঙুল

সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত চলছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের৷ The post বিশ্বকাপ সেমিফাইনালে মগ্ন কর্মীরা, হাসপাতাল থেকে গায়েব রোগীর কাটা আঙুল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Jul 11, 2019Updated: 06:10 PM Jul 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে গায়েব দুর্ঘটনাগ্রস্ত যুবকের কাটা আঙুল৷ রোগীর পরিজনদের দাবি, ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে ব্যস্ত ছিলেন সিএমআরআই হাসপাতালের কর্মী এবং চিকিৎসকরা৷ তাই গাফিলতিতেই আঙুল হারিয়ে গিয়েছে জখম ব্যক্তির৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘আলটপকা মন্তব্য বন্ধ করে ভুল স্বীকার করুন’, বিধায়কদের বৈঠকে কড়া বার্তা মমতার]

ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল নিয়েই বুধবার মজেছিলেন ক্রিকেটপ্রেমীরা৷ সন্ধেয় যখন ব্যাটে-বলে ঝড় উঠেছে, ঠিক তখনই দুর্ঘটনায় গুরুতর জখম হন হাওড়ার বাসিন্দা নীলোৎপল বিশ্বাস৷ শিবপুরের বিই কলেজের সামনে দুর্ঘটনায় হাতের একটি আঙুল বাদ যায় তাঁর৷ তড়িঘড়ি কাটা আঙুলটি সঙ্গে নিয়েই রোগীকে একবালপুরের সিএমআরআই হাসপাতালে ছুটে আসেন রোগীর পরিজনেরা৷ জরুরি বিভাগে চিকিৎসা হয় জখম ব্যক্তির৷ কাটা আঙুলটি আপাতত হাসপাতালেই সংরক্ষিত করে রাখা থাকবে বলেই জানান চিকিৎসকরা৷ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ অস্ত্রোপচার করে ওই আঙুলটি নীলোৎপলের হাতে জোড়া লাগানোরও আশ্বাস দেন তাঁরা৷

[ আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যে বনগাঁ পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের]

চিকিৎসকদের কথামতো বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে দুর্ঘটনাগ্রস্ত যুবক নীলোৎপলের স্ত্রী হাসপাতালে পৌঁছন৷ স্বামীর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলেই দেখেন তিনি৷ কিন্তু সাড়ে নটা বেজে গেলেও অস্ত্রোপচার শুরু না হওয়ায় হাসপাতাল কর্মীদের সঙ্গে কথা বলেন নীলোৎপলের স্ত্রী৷ তাঁর দাবি, দেরির কারণ সম্পর্কে সদুত্তর পাননি৷ আচমকা ওই মহিলা কানাঘুষোয় শুনতে পান, তাঁর স্বামীর আঙুল খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বেশ কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ আঙুল হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে নেয়৷ জখম ব্যক্তির স্ত্রীর অভিযোগ, বুধবার সন্ধেয় স্বামীকে হাসপাতালে নিয়ে আসার সময় তিনি দেখেন বিশ্বকাপের সেমিফাইনাল দেখতেই ব্যস্ত রয়েছেন চিকিৎসক-হাসপাতাল কর্মী প্রায় সকলেই৷ গাফিলতির জেরেই নীলোৎপল বিশ্বাসের আঙুল হারিয়ে গিয়েছে বলেই অভিযোগ তাঁর৷

[ আরও পড়ুন: অনাস্থা সামলাতে মুকুলেই আস্থা সব্যসাচীর, বাড়িতে বসে আলোচনায় দুই নেতা]

হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় স্তম্ভিত রোগীর পরিজনেরা৷ বাধ্য হয়ে আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা৷  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের৷

The post বিশ্বকাপ সেমিফাইনালে মগ্ন কর্মীরা, হাসপাতাল থেকে গায়েব রোগীর কাটা আঙুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement