সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও কড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সিনিয়র ক্রিকেটারদের বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার উপরে নিষেধাজ্ঞা চাপাল তারা। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন পিসিবি-র কাছে।
কিন্তু তাঁদের আবেদন নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, চলতি বছরের ২০২৪ সাল থেকে মার্চের ২০২৫ পর্যন্ত পাকিস্তানের ব্যস্ত ক্রীড়াসূচি রয়েছে। এই সময়ের মধ্যে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি টেস্ট ম্যাচ রয়েছে। আগামী বছরই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
[আরও পড়ুন: ‘এর বেশি আমার আর কী করার আছে…’, হঠাৎ কেন এমন প্রশ্ন মহম্মদ শামির?]
সিলেকশন কমিটির সঙ্গে আলাপ আলোচনার পরে স্থির হয়েছে তিন জন ক্রিকেটারের নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন বাতিল করে দিয়েছে পিসিবি। কারণ বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে পাকিস্তানের জার্সিতে বহু ম্যাচ খেলতে হবে। সেই কারণেই এই তিন ক্রিকেটারের আবেদন না মঞ্জুর হয়ে গিয়েছে। কিন্তু আসিফ আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ আমির ও মহম্মদ নওয়াজের আবেদন মেনে নিয়ে তাঁদের নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন মঞ্জুর করেছে।
এর আগে পাক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি কমানো হবে বলে জানিয়েছিল পিসিবি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পথ অনুসরণ করবে পাকিস্তান। তিন বছরের পরিবর্তে এক বছরের চুক্তি করা হবে বলে স্থির করেছে পিসিবি।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দল পাঠাতে নারাজ বিসিসিআই, পাকিস্তান থেকে সরতে পারে মেগা ইভেন্ট]