shono
Advertisement

হাসপাতাল ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা: মমতা

বাংলাকে গড়তে দিন, আর্জি মুখ্যমন্ত্রীর৷ The post হাসপাতাল ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা: মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM Feb 17, 2017Updated: 12:48 PM Feb 17, 2017

স্টাফ রিপোর্টার: বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ক্ষেত্রে প্রকাশ্য সভায় ব্যবস্থা নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার তিনি বলেন, “নিশ্চয়ই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে৷ কিন্তু একটি হাসপাতাল গড়তে কত সময় লাগে? একটা মেশিন তিন বছরেও হয় না৷ নিজেরা ভাল থাকুন, শান্তিতে থাকুন৷ ভাঙচুর বরদাস্ত করব না৷”

Advertisement

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

এদিন ‘ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগানকে কবর দিয়ে নতুন স্লোগান তুলতে আবেদন করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, “বাংলাকে গড়তে দিন৷ ভাঙচুর করতে দেখলেই বাধা দেবেন৷ বলবেন, ভাঙচুর করবেন না, বাংলাকে গড়তে দিন৷ আলোচনার রাস্তা খোলা রয়েছে৷” তিনি বলেছেন, “নার্সিংহোম নিয়ে আলাদা মিটিং করব, আলাদা ব্যবস্থা নেব৷” সরকারি হাসপাতালের পরিষেবার উল্লেখও করেছেন তিনি৷ এসএসকেএম, বাঙুর হাসপাতালের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলার মতো সরকারি চিকিৎসা আর কোথাও নেই৷ বিনা পয়সায় চিকিৎসার সুযোগও রয়েছে৷”

টিবি ছোঁয়াচে, অভিযোগে প্রেসিডেন্সির ছাত্রকে ফেরাল হাসপাতাল

শুক্রবার হরিশ পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুব্রত বক্সি, বোরো চেয়ারম্যান রতন মালাকার৷ ৬ লক্ষ ৮০ হাজার লিটার জলাধারের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷ বিরোধী বিধায়কদের তিনি বলেন, “যাঁরা ভাঙচুর করেছেন, তাঁরা কোনও কাজ করেননি৷ এত কথা না বলে চুপ করে থাকুন৷ ঋণ ছাড়া কোনও কাজ করেননি৷” সরকারি নানা প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, “যতটুকু করি, মানুষের জন্যই করি৷ এবারও ৪০ হাজার কোটি টাকা শোধ করতে হচ্ছে৷ দেনা সত্ত্বেও উন্নয়নন হচ্ছে৷” জনপ্রতিনিধিদেরও দূরদর্শী হয়ে মানুষের উন্নয়নের কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

খেয়ালি আবহাওয়া, বাড়ছে পক্সের দাপট

ছবি অমিত ঘোষ

The post হাসপাতাল ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা: মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement