shono
Advertisement

Breaking News

ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে সুপ্রিম মামলা হিন্দু সেনার

কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠেছে৷ The post ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে সুপ্রিম মামলা হিন্দু সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:16 PM May 09, 2018Updated: 06:31 PM May 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধর্মে’র নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের করল রাষ্ট্রীয় হিন্দু সেনা৷ বুধবার সুপ্রিম কোর্টে কংগ্রেসের এই মামলা দায়ের করেন রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রধান প্রমোদ মুথালিক৷ কংগ্রেসের বিরুদ্ধে মামলা গৃহীত হলেও আগামী ১০ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

Advertisement

হিন্দু সেনার অভিযোগ, কংগ্রেস কর্ণাটক বিধানসভা নির্বাচনী ইস্তেহারে জাত-পাতের ভিত্তিতে ভোট চেয়েছে৷ ধর্মের নামের ভোট চাওয়ার সৌজন্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করেছে কংগ্রেস৷ এদিন মামলা দায়ের করে হিন্দু সেনার তরফে জানানো হয়, কর্ণাটক নির্বাচনে সংখ্যালঘু উন্নয়নের প্রসঙ্গ তুলে ভোট চাওয়া হয়৷ অভিযোগ, কংগ্রেস তাদের ইস্তেহারের ১৫ ও ২৭ নম্বর প্রতিবেদনে সরাসরি  মুসলিম সম্প্রদায়কে সরাসরি ভোট দেওয়ার আবেদন জানিয়েছে৷ মুসলিম ধর্মের উন্নয়নে কংগ্রেস পথ দেখাতে পারে বলেও দাবি জানানো হয়েছে৷ নির্বাচনী ইস্তেহারে ধর্মের নামে ভোট চাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠেছে৷

যদিও, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জাত-পাতের নামে ভোটের প্রচার করা নিষিদ্ধ৷ গতবছর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিরথ সিং ঠাকুরের সংবিধান বেঞ্চ ৪-৩ গরিষ্ঠতায় রায় দেয়, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ পদ্ধতি৷ কাজেই এবার থেকে নির্বাচনে আর জাতি বা ধর্মের নামে ভোট চাওয়া চলবে না৷ দেশের ‘ধর্মনিরপেক্ষ সংবিধান’ মেনে চলতে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলি৷

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগতও জানায় প্রায় সব রাজনৈতিক দল৷ সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও নির্বাচনে কোনও প্রার্থী যদি ধর্ম বা জাতের ভিত্তিতে ভোট চান অথবা ধর্মীয় কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য পেশ করেন, তা হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়৷ জনপ্রতিনিধিত্ব আইন সংক্রান্ত ২০ বছরের পুরনো একটি রায়ে বলা হয়েছিল, ‘হিন্দুত্ব কোনও ধর্ম নয়, জীবনের অঙ্গ৷’ সেই রায় সংশোধনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিস্তা শীতলবাদ৷ তাঁর আবেদনের ভিত্তিতে আজ এই রায় দেয় সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ প্রধান বিচারপতি অত্যন্ত কড়া অবস্থান নিয়ে জাতি-ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ায় নিষেধাজ্ঞা জারির কথা বলেন৷

The post ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে সুপ্রিম মামলা হিন্দু সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement