shono
Advertisement

আজ রাত থেকেই ডিজিটাল লেনদেনে মিলবে ছাড়

তিন দিনের মধ্যেই এই টাকা নিজের অ্যাকউন্টে ফিরে পাবেন গ্রাহকরা। The post আজ রাত থেকেই ডিজিটাল লেনদেনে মিলবে ছাড় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 PM Dec 13, 2016Updated: 03:49 PM Dec 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিট্যাল লেনদেন করলে ছাড় মিলবে। আজ রাত থেকে গোটা দেশের পেট্রোল পাম্পে এই সিদ্ধান্ত লাগু হচ্ছে। ০.৭৫ হারে মিলবে এই ডিসকাউন্ট। অর্থাৎ পেট্রোল কিনলে লিটার প্রতি ৪৯ পয়সা ও ডিজেলের ক্ষেত্রে ৪১ পয়সা করে কম পড়বে দাম। ডিজিট্যাল পেমেন্টে আগ্রহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এই মুহুর্তে, দিল্লিতে পেট্রোলের দাম ৬৬.১০ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম ৫৪.৫৭ টাকা। তবে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে দাম কম পড়বে। তিন দিনের মধ্যেই এই টাকা নিজের অ্যাকউন্টে ফিরে পাবেন গ্রাহকরা। এই সুযোগ পাবেন সমস্ত দেশবাসী।

গত ৮ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ডিসকাউন্ট অফারের কথা ঘোষণা করেন। রেলের টিকিট, হাইওয়ের টোল ট্যাক্স, বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে এই সিদ্ধান্ত লাগু করার কথা ঘোষণা করেন তিনি। তখনই পেট্রোল, ডিজেল কেনার ক্ষেত্রেও ডিজিট্যাল লেনদেনে ছাড়ের কথা বলেন অরুণ জেটলি।

The post আজ রাত থেকেই ডিজিটাল লেনদেনে মিলবে ছাড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement