Advertisement
এশিয়া কাপের নায়ক এবার ভাংড়াতেও নয়নমণি! দিদির বিয়েতে চুটিয়ে আনন্দ অভিষেকের, রইল ঝলক
অনুষ্ঠানে ছিলেন অভিষেকের 'গুরু' যুবরাজ সিংও।
এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে ৩১৪ রান করে ১৩ লক্ষ টাকা এবং গাড়িও উপহার পেয়েছেন তিনি। দেশকে জিতিয়ে দেশে ফিরেই ভাংড়ার মুডে রয়েছেন তিনি। আসলে তাঁর দিদি কোমল শর্মার বিয়ে। তাই টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারের আনন্দ দ্বিগুণ হয়েছে।
তাঁর দিদির বিয়ের আসরের যে সব মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় দলের বিস্ফোরক এই ওপেনারকে পাঞ্জাবি গানের সঙ্গে নাচে মেতে উঠতে।
কখনও তাঁর দিদির সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় দলের বাঁ-হাতি ওপেনারের এমন হালকা মেজাজের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
এশিয়া কাপে অভূতপূর্ব সাফল্যের পর তাঁর দিদি কোমল বলেছিলেন, "ভাই অভিষেক এশিয়া কাপ জিতেছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সবাই খুব খুশি। বিয়ের আগে থেকেই ভাইয়ের কাছ থেকে এমন উপহারই চেয়েছিলাম। বিশ্বাস ছিল, আমরা ট্রফি জিততে চলেছি। অবশেষে সেটাই হয়েছে।"
Published By: Prasenjit DuttaPosted: 02:46 PM Oct 03, 2025Updated: 03:02 PM Oct 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
