Advertisement
পূজা ভাটের পর এবার রিয়া সেন, ফের রাহুলের ভারত জোড়ো যাত্রায় গ্ল্যামারের ছটা
তবে কি মায়ের পথ ধরে রাজনীতিতে নামবেন রিয়া?
রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রায় যোগ দিলেন বলিউড অভিনেত্রী রিয়া সেন। বৃহস্পতিবার সকালে বেশ কিছুক্ষণ রাহুলের সঙ্গে হাঁটেন তিনি।
রাহুলের যাত্রা এই মুহূর্তে মহারাষ্ট্রের আকোলায়। সেখানেই অভিনেত্রী তাঁর পাশে হাঁটেন। রিয়া সেনের মা মুনমুন সেন তৃণমূলের সঙ্গে যুক্ত। এবার রিয়াও কি রাজনীতিতে নামবেন, শুরু হয়েছে জল্পনা।
এর আগে রাহুলের যাত্রায় যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পুনম কৌর। বলিউড অভিনেত্রী পূজা ভাট, অভিনেতা সুশান্ত সিংও।
প্রায় আড়াই মাস ধরে চলছে রাহুলের 'ভারত জোড়ো' যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা পেরিয়ে যাত্রা আপাতত মহারাষ্ট্রে।
কংগ্রেসের দাবি, রাহুলের যাত্রায় ব্যাপক সাড়া মিলছে। জাতি-ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সকলে কংগ্রেস নেতার হাতে হাত রেখে এগোচ্ছেন। এখনও পর্যন্ত এই যাত্রা যে যে এলাকা দিয়ে গিয়েছে, সব এলাকাতেই জনসমুদ্র চোখে পড়েছে।
Published By: Subhajit MandalPosted: 12:39 PM Nov 17, 2022Updated: 05:46 PM Nov 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
