Advertisement
নেপালের পর বিদ্রোহের আগুন ফ্রান্সে! দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলে প্যারিসের রাজপথে তাণ্ডব জনতার
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের।
নেপালের পর বিদ্রোহের আগুনে জ্বলছে এবার ফ্রান্স। দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেলও। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি ‘আস্থা’ ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এই নিয়ে দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদল হল ফ্রান্সে।
এরই প্রতিবাদে বুধবার প্যারিসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। সরকারি ভবন, দোকান এবং গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। তবে বিক্ষোভ দমাতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীও।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ফ্রান্সের ক্রমবর্ধমান সরকারি ঋণের মোকাবিলা করতে বেরু সরকার সম্প্রতি বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁট করার সিদ্ধান্ত নেয়।
এর সরাসরি প্রভাব পড়েছিল দেশের শিক্ষা, স্বাস্থ্য-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। এর জেরে জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চার হতে শুরু করে।
Published By: Subhodeep MullickPosted: 04:58 PM Sep 10, 2025Updated: 05:18 PM Sep 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
