Advertisement
কালো পোশাক, এলোমেলো চুল, আলিয়ার চাহনিতে দুষ্টু ইশারা! বোল্ড ছবিতে গরম নেটপাড়া
'কাপুরবধূ'র বোল্ড ফটোশুট দেখে ঘুম উড়েছে নেটপাড়ার।
মঙ্গলবার জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও।
পরনে পুরোদস্তুর কালো অফ শোল্ডার করসেট গাউন। অনাবৃত ঘাড়, গলা, কাঁধ। আলিয়া ভাটের গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে।
আলিয়া ভাটের জন্য ইউনিক এই পোশাক ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। আলিয়ার অফ শোল্ডার করসেট গাউনের অ্যাসিমেট্রিক্যাল কাট যেন সেই পোশাককে আর আকর্ষণীয় করে তুলেছে।
Published By: Sandipta BhanjaPosted: 03:33 PM Nov 02, 2023Updated: 03:33 PM Nov 02, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
