Advertisement
প্রেম ভাঙলেও অদম্য মনের জোর! 'সিঙ্গল' তামান্নার উষ্ণ ছবিতে ঘাম ঝরছে নেটপাড়ার
তামান্নার বোল্ড লুক না দেখলেই মিস!
বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনেইন্ডাস্ট্রিতে নতুন নয়! এর আগে একাধিক সেলেবরা সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকাতেই সম্ভবত নবতম সংযোজন তামান্না ভাটিয়া।
বিজয় ভার্মার সঙ্গে তাঁর প্রেম ভাঙার গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। চলতি বছরেই ছাঁদনাতলায় বসার কথা ছিল তারকাজুটির। কিন্তু তার আগেই সম্পর্কে যতিচিহ্ন!
প্রেম ভাঙার নেপথ্যে কারণ কী? কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তামান্না চেয়েছিলেন সাত তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি গররাজি ছিলেন বিজয় ভার্মা।
শোনা যায়, হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। চটজলদি প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারি হতে চেয়েছিলেন অভিনেত্রী। তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত।
Published By: Sandipta BhanjaPosted: 09:03 PM Mar 10, 2025Updated: 09:03 PM Mar 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ