Advertisement
বউমা হিসেবে শ্রীলীলাকেই পছন্দ কার্তিকের মায়ের, বোল্ড নায়িকাকে দেখলে ঘুম ছুটবে!
রূপের আগুনে কার্তিককে মজিয়েছেন, তাঁর মাকে কি করে 'বশ' করলেন শ্রীলীলা?
বর্তমানে বলিউডে দুরন্ত খবর! কার্তিক আরিয়ান তাঁর নতুন নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। পরিস্থিতি নাকি এমন পর্যায়ে গড়িয়েছে, বাড়ির সদস্যদের সঙ্গেও আলাপ করিয়ে দিয়েছেন।
সেই সুবাদেই শ্রীলীলা বর্তমানে চর্চার শিরোনামে। কার্তিকের সঙ্গে তাঁর আলাপ বড়জোর এক মাসের। আর এর মধ্যেই অভিনেতার মন হরণ করেছেন রূপের আগুনে।
সপ্তাহ খানেক ধরেই কার্তিক-শ্রীলীলার প্রেমের খবরে শোরগোল। এবার শোনা গেল, কার্তিক আরিয়ানের মা নাকি এই প্রেমে প্রকাশ্যে সিলমোহর দিয়েছেন।
Published By: Sandipta BhanjaPosted: 08:41 PM Mar 12, 2025Updated: 08:41 PM Mar 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ