Advertisement
গোলাপ বিছানো ৬৭! দোতলা কেক, পায়েস, মিষ্টিতে জমাটি জন্মদিন অনুব্রতর
মেয়ে সুকন্যার উদ্যোগে প্রথমবার কেক কাটলেন কেষ্ট, দেখুন ছবি।
আপাতদৃষ্টিতে কাঠখোট্টা এক দুঁদে রাজনৈতিক নেতা। রাজনীতিই ধ্যান-জ্ঞান। ময়দানে সংগ্রামই যেন তাঁর 'চিরসখা'। এক নামে কেঁপে ওঠে বোলপুরের রাজনৈতিক জমি। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলই এই প্রতিবেদনের মূল নায়ক।
শুক্রবার ছিল তাঁর ৬৭ তম জন্মদিন। রোজকার রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে বেরিয়ে এই দিনটি তিনি উদযাপন করলেন আর পাঁচজনের মতো ধূমধাম করে। ছবি: দেব গোস্বামী।
২১ নভেম্বর, অনুব্রত মণ্ডল পা রাখলেন ৬৭ বছরে। বোলপুরের নিচুপট্টির বাড়িতে মেয়ে সুকন্যা বাবার জন্মদিন উদযাপনের সমস্ত আয়োজন করেন। গোলাপ বিছানো টেবিল, তাতে হরেক রকমের মিষ্টান্ন পদ। তবে নজর কেড়েছে সাদা দোতলা কেকটি। তার একটি স্তরে লেখা - বিগ বস, আরেক স্তরে - দাদা। আর কেকের শীর্ষে অনুব্রতর ছবি! ছবি: দেব গোস্বামী।
সন্ধ্যার পর থেকে নিচুপট্টিতে অনুব্রতর কার্যালয় একেবারে হইহুল্লোড়। দলে দলে আসছেন নেতা-কর্মীরা, স্রেফ 'কেষ্টদা'কে ভালোবেসে। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে কোনও উপহার। কেউ এসে সুন্দর উত্তরীয় পরিয়ে দিলেন প্রিয় নেতাকে, কেউ আবার দিলেন শাল। ছবি: দেব গোস্বামী।
সকলকে সাক্ষী রেখে প্রথমবার জন্মদিনে কেক কাটলেন কেষ্ট মণ্ডল! পরনে সাদা পাঞ্জাবি-পাজামা, গলায় একই রঙের উত্তরীয়, মুখে চওড়া হাসি। সবেতে যেন রংমিলন্তি! ছবি: দেব গোস্বামী।
শুধু কেক নয়, এদিন 'বার্থডে বয়' অনুব্রত মণ্ডলের সামনে সাজিয়ে দেওয়া হয় পায়েস, মিষ্টি, নলেন গুড়ের সন্দেশ, লাড্ডু। দুপুরের মেনুও নাকি ছিল স্পেশাল। অনুব্রতর যাবতীয় পছন্দের খাবার। ডায়েট ভুলে জন্মদিনে বেশ কবজি ডুবিয়েই খেলেন বীরভূমের তৃণমূল নেতা।ছবি: দেব গোস্বামী।
Published By: Sucheta SenguptaPosted: 07:55 PM Nov 21, 2025Updated: 07:55 PM Nov 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
