Advertisement
এশিয়া কাপের প্রস্তুতিতে ডুব গিলদের, সোনালি চুলে অনুশীলনে হার্দিক, ভাইরাল সূর্যর ভুয়ো ছবি
চর্চায় বুমরাহদের স্পনসরহীন অনুশীলন জার্সি।
এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়লেন গিল-বুমরাহরা। এর মধ্যে ভাইরাল হার্দিক-সূর্যদের চুলের ছাঁট। সত্যিই কি চুলের রং বদলেছেন তারকারা? ছবি: বিসিসিআই
৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। ছবি: বিসিসিআই
৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের একটা প্রস্তুতি শিবির হবে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ছবি: বিসিসিআই
তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ। সাধারণত, বিদেশে কোনও বড় টুর্নামেন্ট বা সিরিজে একসঙ্গেই যায় ভারতীয় দল। তবে এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের সঙ্গে সেটা হয়নি। সব প্লেয়াররা আলাদা আলাদা করে দুবাই পৌঁছেছেন। ছবি: বিসিসিআই
ইতিমধ্যে ভাইরাল হয়েছে সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার চুলের ছাঁটের ছবি। যেখানে দেখা যায়, নিজের চুল সম্পূর্ণ সাদা করে ফেলেছেন হার্দিক। তাঁর চুলের রং নিয়ে কোনও সংশয় নেই। অনুশীলনেও সেভাবেই উপস্থিত হার্দিক। ছবি: বিসিসিআই
কিন্তু সূর্যর ছবিটা সম্পূর্ণ 'ফেক'। ভাইরাল ছবিতে দেখা যায়, তাঁর চুলের রং সম্পূর্ণ গোলাপি। সেটা 'ফেক' ছবি। অনুশীলনে দেখা গেল, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক চুলে রং করাননি। তবে নতুন ছাঁট দিয়েছেন। বাঁদিকে ভুয়ো ছবি।
সূর্যকুমার যাদবদের জার্সিতে থাকছে না কোনও স্পনসরের নাম। কারণ ভারতীয় ক্রিকেট দলের স্পনসর পদ থেকে সরে যাচ্ছে ড্রিম ১১। ফলে যে নতুন অনুশীলন জার্সি পরলেন, তাতে কোনও স্পনসর নেই।
এশিয়া কাপের স্কোয়াডে শুভমান গিল থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, সঞ্জু আদৌ সুযোগ পাবেন? অনেকেরই মনে হচ্ছে, টপ অর্ডারে যদি ব্যাটিংয়ের সুযোগ না আসে, তাহলে উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাকে খেলানো হতে পারে। তবে সঞ্জুকে তিন নম্বরে খেলানো হতে পারে। ছবি: বিসিসিআই
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্টে খেলেছেন জশপ্রীত বুমরাহ। যা নিয়ে সমালোচনা কম হয়নি। এশিয়া কাপে সেটা হওয়ার সম্ভাবনা কম। ছবি: বিসিসিআই
Published By: Arpan DasPosted: 01:25 PM Sep 06, 2025Updated: 01:31 PM Sep 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
