Advertisement
সূর্য-দেবিশার মাঝে 'কাবাব মে হাড্ডি' অভনীত! কোহলির 'লাভ' কাণ্ডের পর চর্চায় সুন্দরী ইনফ্লুয়েন্সার?
রসিকতা করার ছাড়ার সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা।
বিরাট কোহলির জন্য একবার শিরোনামে এসেছিলেন তিনি। এবার ফের এক ক্রিকেটারের সঙ্গে দেখা গেল অভনীত কউরকে। তরুণী ইনফ্লুয়েন্সারের সঙ্গে এবার দেখা গেল সূর্যকুমার যাদবকে।
সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যকুমাররা। এশিয়া কাপ জেতার পর অজিভূমে নতুন পরীক্ষা ভারতীয় দলের।
তার আগে সূর্যকুমার উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিতে যান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই ভিডিওতে অভনীতকেও দেখা যায়।
যদিও সূর্য একা নন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী দেবিশা শেট্টিও। দুজনেই মহাকাল মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
অন্যদিকে সোমবার ছিল অভনীতের জন্মদিন। পরে অভনীত নিজেও সোশাল মিডিয়ায় একাধিক ছবি দেন। সঙ্গে লেখেন, 'জন্মদিনে মহাদেবের থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। হর হর মহাদেব।'
সূর্যর ভিডিওয় অনেকে কমেন্ট করছেন, 'অভনীত ওখানে কী করছিল?' আরেকজনের বক্তব্য, 'বিরাট কোহলি অভনীতকে জনপ্রিয় করে দিয়েছে।'
এই বিতর্কের শুরু ১ মে। সেদিন ছিল অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন কোহলি।
Published By: Arpan DasPosted: 05:00 PM Oct 14, 2025Updated: 05:00 PM Oct 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
