Advertisement
'১৭ বছর আগে এইদিনেই...', বিশেষ দিনে আদুরে পোস্ট বৈশাখীর, শোভনকে ভরালেন ভালোবাসায়
সোশাল মিডিয়ায় বৈশাখী লিখলেন, 'ভালোবাসি।'
তাঁদের বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। তবে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কেউ-ই সেসবকে গুরুত্ব দেননি কোনওদিন। বরং নিজেরা নিজেদের নিয়ে বেঁচেছেন। বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কের মূল চাবিকাঠি, পারস্পারিক বোঝাপড়া। তাই কে কী বলল, কী এসে যায়!
ভাবছেন তো বিশেষ দিন কেন? বিষয়টা নিজেই খোলসা করেছেন বৈশাখী। স্মৃতির পাতা উলটে সোশাল মিডিয়া পোস্টে লিখলেন, '১৭ বছর আগে এইদিনেই আচমকা দেখা হয়েছিল আমাদের।'
শোভন-বৈশাখী প্রেম বরাবরই চর্চায়। একসঙ্গে থাকা থেকে রংমিলান্তি পোশাক, সব কিছু নিয়েই কটূ কথা শুনতে হয়েছে। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, ভালোবাসলে অসম্ভবও সম্ভব করা যায়।
Published By: Tiyasha SarkarPosted: 12:16 PM Sep 12, 2025Updated: 12:16 PM Sep 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
